1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম প্রেসক্লাব থেকে ৪০ সাংবা‌দিক বহিস্কার। নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকবে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু জাফর! সীতাকুণ্ডে তেলবাহী ভাউচারের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী মৃত্যু রাঙ্গুনিয়া অধ্যায়ের ইতি, চট্টগ্রাম-৮ এ ফিরল পুরোনো পরিচয় বাঘাইছড়িতে মুসলিম ব্লক সরকারি প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহমত উল্লাহ দেওয়ানের বদলি জনিত বিদায় সংবর্ধনা বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ ক্লাসরুমের দেয়ালে পোড়া স্মৃতি -শাহিদা জাহান ঋণ নিয়ে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী জাবেদ সহ ৩১ জনের বিরুদ্ধে দুদকের মামলা বোয়ালখালীতে আওয়ামী লীগ নেতা ঘরে চুরি সিনহা হত্যাকারী ওসি প্রদীপের বোনের সংখ্যালঘুর উপর আক্রমনের নাটকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মিরসরাইয়ে বিএনপি নেতা নুরুল আমিন চেয়ারম্যানকে বহিস্কার আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ।

  • সময় বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৬৩ পঠিত

মোঃ শেখ ফরিদ মিরসরাই।

দলের ভেতরে সংঘাত ও হানাহানি সৃষ্টি করে দলীয় শৃঙ্খলা চরমভাবে লঙ্ঘন এর মিথ্যা অভিযোগ তুলে, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, জোরারগঞ্জ থানা যুবদলের আহবায়ক সিরাজুল ইসলাম ও মিরসরাই থানা যুবদলের আহবায়ক কামাল উদ্দিনকে মঙ্গলবার (২৯ জুলাই) দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য মিথ্যা ও অবহিত বলে দাবি করেন। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান এর অনুসারীরা।

এদিকে বিএনপি ও যুবদল নেতাদের বহিষ্কারা,দেশ প্রত্যাখ্যান করে, ৭ নং কাটাছরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন গুলো মিরসরাইয়ের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখরিত মিরসরাইয়ের বিভিন্ন জনপথ। তারেক রহমান পরিষদের চট্টগ্রাম উত্তর জেলার আহবায়ক সাইফুল ইসলাম হৃদয় বলেন । কিছু মুখোশধারী বিএনপি সেজে মিরসরাইয়ের যুব নেতা, মিরসরাইয়ের গণমানুষের জননন্দিতা, মিরসরাইয়ের সাধারণ গনগনের প্রিয় মুখ মিরসরাইয়ে আগামীর এমপি , চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দীন, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী, যুবদল নেতা সিরাজুল ইসলাম ও কামাল উদ্দিনের, বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। অথচ তারা নিজেরাই কোনো না কোনো রাজনৈতিক সংগঠনের কর্মী,কিন্তু তারা নিজেদের সংগঠনের পরিচয় দিতে কী লজ্জা পায়।

বিএনপির বেশ ধরে এ ধরণের মব সৃষ্টি করবেন না।জাতীয়তাবাদী দল বিএনপি কখনো গুপ্ত রাজনীতিতে বিশ্বাস করে না। অতীতেও স্বৈরাচারী সরকারের দমন-পীড়ন সহ্য করে নুরুল আমিন চেয়ারম্যান রাজপথে ছিলো,আজও আছে এবং সামনেও থাকবে। লুঙ্গির নিচে বসে থেকে রাজনীতি করে না।

রাজনীতি করা যেমন অপরাধ নয়, না করাও অপরাধ নয়। তবে মুখোশ পরে অপপ্রচার চালানো কখনোই মেনে নেওয়া যাবে না।

মতবিরোধ থাকবে, সমালোচনাও হবে,এটাই রাজনীতির সৌন্দর্য। কিন্তু কুরুচিপূর্ণ, উস্কানিমূলক কথা ও গোপন হামলা কখনোই গ্রহণযোগ্য নয়।

রাজপথে সুশৃঙ্খলা বজায় রাখা আমাদের সবার দায়িত্ব।
নিজ পরিচয়ে রাজনীতি করুন, মুখোশ পরে নয়। আর নুরুল আমিন চেয়ারম্যান কে নিয়ে ষড়যন্ত্র করলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট