মোঃ কায়সার চট্টগ্রাম প্রতিনিধি।
আসন্ন শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে রাউজানে প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১ আগষ্ট শুক্রবার রাউজান সার্বজনীন শ্রীশ্রী রাসবিহারী ধাম কেন্দ্রীয় মন্দিরে এই সভার আয়োজন করে রাউজান উপজেলা শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ।
সভায় সভাপতিত্ব করেন পরিষদের উপজেলা সভাপতি দীপক তালুকদার এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক বিপ্লব কান্তি দাশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি লায়ন অশোক কুমার নাথ।
প্রধান আলোচক ছিলেন জেলা পরিষদের সহ-সভাপতি লিটন মহাজন লিটু।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাধারণ সম্পাদক রোটারিয়ান জুয়েল চক্রবর্তী, রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ পালিত (বাসু), সাধারণ সম্পাদক সুমন দাশ গুপ্ত।
সহ সভাপতি সমীর চন্দ্র দে,সাগর সেন,সহ অর্থ সম্পাদক জয় দাশ গুপ্ত, সহ সাধারণ সম্পাদক বাপ্পা দাশ, সাংগঠনিক সম্পাদক টিটু চৌধুরী সহ আরো অনন্য সদস্য বৃন্দ।
বিভিন্ন ইউনিয়ন,ওয়ার্ড থেকে রাউজান উপজেলা শ্রীশ্রী জন্মাষ্টমী পূজা উদযাপন পরিষদের ৭১ সদস্য বিশিষ্ট নব নির্বাচিত কমিটি গঠন করা হয়।
সভায় বক্তারা বলেন, শ্রীকৃষ্ণের আদর্শ ও ভাবধারাকে ধারণ করে জন্মাষ্টমী উৎসবকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উদযাপন করতে হবে। সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে এই উৎসব সম্প্রীতির বার্তা বহন করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
সভায় আসন্ন জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা, ধর্মীয় অনুষ্ঠান, সুরক্ষা ব্যবস্থাসহ সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
Leave a Reply