সীতাকুণ্ড প্রতিনিধিঃ
সীতাকুণ্ডে পাহাড় কাটার অপরাধে অভিযুক্ত ব্যক্তি কে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বিকেল ৩ টায় অভিযান পরিচালনা করে নির্বাহী ম্যাজিট্রেট আবদুল্লাহ আল মামুন। অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের কর্মকতা ও থানা প্রশাসন।
জানা যায়, জঙ্গল ছলিমপুর বয়োজিদ লিং রোড়ে পাহাড় কাটার গোপন সংবাদ পেয়ে ম্যাজিস্ট্রেট ও পুলিশ নিয়ে ঘটনাস্থলে হাজির হই পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা। পরে জঙ্গল লতিফপুর নামক স্হানে অবৈধভাবে পাহাড় কাটায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ (সংশোধিত ২০১০) এর সংশ্লিষ্ট ধারায় অমিত আইচ, পিতা- অজিত আইচ, সাং- আইচবাড়ী, সাধনপুর, বাঁশখালী, চট্টগ্রাম কে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা করেছেন বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
Leave a Reply