১৫ আগস্ট ২০২৫ — স্বাধীনতা, গণতন্ত্র ও শহীদদের ত্যাগকে স্মরণে রেখে আজ বিকাল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই স্মৃতি হলে অনুষ্ঠিত হয়েছে “নতুন বাংলাদেশ সম্মাননা ২০২৫” অনুষ্ঠান। আয়োজক ছিল এন্টি-ফ্যাসিস্ট এলায়েন্স (আফা), সার্বিক সহযোগিতায় ছিল লাভ বাংলাদেশ পার্টি।
এনসিপি চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়ক রাফসান জনি’র সঞ্চালনায়, সকল সংগঠনের সৌহার্দপূর্ণ অংশগ্রহণে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
শুরু থেকে শেষ পর্যন্ত পুরো আয়োজন জুড়ে জুলাই শহীদ পরিবারের সদস্যরা মঞ্চে অবস্থান করেন। তাদেরকেই অনুষ্ঠানের বিশেষ সম্মানিত অতিথি করা হয়, এবং শহীদ পরিবারের সদস্যদের হাত থেকেই প্রত্যেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।
অনুষ্ঠানে শহীদদের অবদান স্মরণে ১০টি বিশেষ “শহীদদের ক্রেস্ট” প্রদান করা হয়— শহীদ ওয়াসিম আকরাম, শহীদ ফারুক, শহীদ ফয়সাল আহমেদ শান্ত, শহীদ মো: জামাল, শহীদ ইশমামুল হক, শহীদ ইউসুফ, শহীদ ওমর বিন আবসার, শহীদ মাহবুবুল হাসান, শহীদ শহিদুল ইসলাম, শহীদ মো: আলম।
সংবাদ মাধ্যমের অবদানকে স্বীকৃতি দিতে- মাল্টিমিডিয়া ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি—২ টি সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠান সফল করায় ও সার্বিক সহযোগিতায় বিশেষ সম্মাননা দেওয়া হয়— লাভ বাংলাদেশ পার্টির প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরী, বিশিষ্ট সমাজকর্মী ও মিডিয়া ব্যক্তিত্ব লায়ন সাজ্জাদ উদ্দিন,
বিশিষ্ট সমাজকর্মী ও মিডিয়া ব্যক্তিত্বনুরুল কবির, দৈনিক আমাদের চট্টগ্রাম এর প্রধান প্রতিবেদক মুনীর চৌধুরী, চবি ছাত্রদলের সাবেক সভাপতি মিল্টন চৌধুরী, মানবাধিকার কর্মী ও ভয়েডের প্রতিষ্ঠাতা মাশরুর আনোয়ার চৌধুরী, ইরফাত ইব্রাহিম, শঙ্খতীর সম্পাদক মহিউদ্দীন কাদের, নাগরিক উন্নয়ন ফোরাম-সভাপতি আবদুল গফফার মিয়াজি প্রমুখ।
সংগঠন সম্মাননা (১০টি)- ছাত্র ফেডারেশন (গণসংহতি), স্টুডেন্টস এলায়েন্স ফর ডেমোক্রেসি (SAD), বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ইসলামি ছাত্র আন্দোলন, ছাত্র ফেডারেশন (মুক্তি কাউন্সিল), পুনাব, পুসাব, জানাপা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আপ বাংলাদেশ।
সাংস্কৃতিক অঙ্গনে অবদানে বাহাছ ও জুলাই রেকর্ডসকে সম্মাননা প্রদান করা হয়।
জেনেটিক সম্মাননা ক্রেস্ট -নারী যোদ্ধা, মাদরাসা শিক্ষার্থী (২ জন), আইনজীবী এবং অবদান শীর্ষক সম্মাননা (২টি) প্রদান করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল দল ও ব্যক্তিবর্গ তাদের বক্তব্যে শহীদদের ত্যাগ ও আদর্শকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং ন্যায়ভিত্তিক, বৈষম্যমুক্ত ও ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। আয়োজক সংগঠন এন্টি-ফ্যাসিস্ট এলায়েন্স (আফা) এবং সহযোগী লাভ বাংলাদেশ পার্টি ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ঘোষণা দেয়।
প্রেস বিজ্ঞপ্তি
Leave a Reply