চট্টগ্রাম, ২২ আগস্ট ২০২৫
ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের অগ্রসেনানী, সমাজ সংস্কারক, শিক্ষাবিদ, সাংবাদিক ও রাজনীতিক মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর ১৫০তম জন্মবার্ষিকী আজ ২২ আগস্ট ২০২৫ শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে চট্টগ্রাম নগরীর কদম মোবারক মুসলিম এতিমখানার সামনে তাঁর সমাধিস্থলে। শুক্রবার সকাল ৭টায় দোয়া মাহফিল, ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানায় পরিস্থিতি ফাউন্ডেশন বাংলাদেশ, ইতিহাসের পাঠশালা, মুসলিম হিস্ট্রি এসোসিয়েশন এবং চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক সংগঠন। আলোচনা পর্বে বক্তারা বলেন, “মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন শিক্ষা, মানবতা ও ন্যায়বিচারের প্রতীক। তিনি নারী শিক্ষা, ধর্মীয় সম্প্রীতি এবং শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রেখেছেন। তাঁর জীবন ও আদর্শ আজও আমাদের জন্য প্রেরণার উৎস।” বক্তারা আরও বলেন, জাতীয় আরবি বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা এবং কদম মোবারক মুসলিম এতিমখানা ও স্কুলের প্রতিষ্ঠাতা হিসেবে মনিরুজ্জামান ইসলামাবাদীর অবদান ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইতিহাসবেত্তা ও ইতিহাসের পাঠশালা’ র পরিচালক সোহেল মো. ফখরুদ-দীন , পরিস্থিতি ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক একেএম আবু ইউছুফ,
চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়ন ও বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের সভাপতি শ্রমিক নেতা এম নুরুল হুদা চৌধুরী, জসিম উদ্দিন, মো. আজগর হোসেন তালুকদার, কবি দেলোয়ার হোসেন মানিক এবং লায়ন দুলাল কান্তি বড়ুয়াসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীকে “আমীরুল মুজাহেদ্বীন”, “সিতারায়ে বাররে সাগীর” ও “ফাতিহে হিন্দুস্থান” উপাধিতে অভিষিক্ত করে স্মরণ করেন এবং বলেন—তাঁর আদর্শ ধারণ করলেই সমাজে ন্যায়, সমতা ও মানবিকতা প্রতিষ্ঠা সম্ভব।
প্রেস বিজ্ঞপ্তি
Leave a Reply