মোঃ কায়সার চট্টগ্রাম প্রতিনিধি।
চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ নুর উদ্দিন বলেছেন, “আমরা ব্যক্তিস্বার্থে রাজনীতি করি না, বরং রাজনীতি করি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, ইসলামের নির্দেশিত ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য।”
২৮ আগস্ট বৃহস্পতিবার বাদ এশা চট্টগ্রামের বন্দর মসজিদে অনুষ্ঠিত বন্দর থানা মজাহিদ কমিটি মাসিক ইস্তেমায় তিনি এসব কথা বলেন।
আলহাজ্ব নুর উদ্দিন বলেন, “দেশে আজ নীতি ও আদর্শের চরম অভাব। দুর্নীতি, অবিচার, দলীয় স্বার্থ আর ক্ষমতার দাপটে সাধারণ মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এই পরিস্থিতি থেকে জাতিকে মুক্ত করতে হলে প্রয়োজন সৎ ও আল্লাহভীরু নেতৃত্ব।”
তিনি আরও বলেন, “আমরা রাজনীতি করি কোরআন-সুন্নাহর নির্দেশনা মেনে। কোনোদিন হিংসা, বিভক্তি বা ক্ষমতা লিপ্সার রাজনীতি করিনি, ভবিষ্যতেও করবো না। আমরা যেমন অন্ধকার দূর করতে আলো জ্বালাই, তেমনই সমাজে জুলুম-দুর্নীতি দূর করে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। কারণ, আলোকিত সমাজ গঠনের জন্য প্রথম প্রয়োজন সত্য ও ন্যায়ের পতাকা উঁচু করা।”
নুর উদ্দিন তার বক্তব্যে জনগণকে ইসলামী আন্দোলনের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “মানুষ পরিবর্তন চায়। তারা চায় শান্তি, নিরাপত্তা, ন্যায়বিচার ও সুস্থ নেতৃত্ব। সেই নেতৃত্ব দিতে আমরা প্রস্তুত।”
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “ইনশাআল্লাহ, জনগণের ভালোবাসা, কর্মীদের পরিশ্রম ও আল্লাহর সাহায্যে চট্টগ্রাম-১১ আসনে ইসলামী আন্দোলনের বিজয় হবে।”
মাসিক ইস্তেমায় ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম মহানগরের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, বন্দর থানা কমিটির সদস্য, বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল, স্থানীয় আলেম ও সুধীজন উপস্থিত ছিলেন। ইস্তেমায় দলীয় সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি নির্বাচনকেন্দ্রিক প্রস্তুতির দিকনির্দেশনাও দেওয়া হয়।
Leave a Reply