1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবিতাঃ বর্ণ -স্বর্ণা তালুকদার চন্দনাইশে আল- মোস্তফা সুন্নিয়া মডেল মাদ্রাসার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষ্যে সালনা জলসা ও দস্তারে ফযিলত সম্পন্ন ২০২৬ এর ফেব্রুয়ারিতে এই সরকারের অধীনে নির্বাচন হবে না : জিল্লুর রহমান পটিয়া রেলওয়ে স্টেশনে যাত্রীদের জন্য নোটিশ বোর্ড স্থাপন কাজ শুভ উদ্বোধন বোয়ালখালীতে ব্লাড ডোনার পরিবারের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী মাহফিল চুয়াডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা কবিতা এপেক্স ক্লাব অব পটিয়ার ১১০তম ডিনার মিটিং ও জেলা গভর্নর সৈয়দ মিয়া হাসানের জন্মদিন উদযাপন চবির আরবি বিভাগের নতুন চেয়ারম্যান হলেন প্রফেসর ড.গিয়াস উদ্দিন তালুকদার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা

২০২৬ এর ফেব্রুয়ারিতে এই সরকারের অধীনে নির্বাচন হবে না : জিল্লুর রহমান

  • সময় রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০ পঠিত

 

এম,আনিসুর রহমান

আগামী বছরের ফেব্রুয়ারিতে এই সরকারের অধীনে নির্বাচন হবে না বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক ও টেলিভিশন উপস্থাপক জিল্লুর রহমান।
রবিবার (২১ সেপ্টেম্বর) নিজের ইউটিউব চ্যানেলে তিনি এসব কথা বলেন। জিল্লুর রহমান বলেন, ‘আমি বহুবার বলেছি বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশে নির্বাচন আমি দেখি না। আর যদি নির্বাচন হয়ও, সেই নির্বাচন নির্বাচন হবে না এবং সেই নির্বাচন বাংলাদেশের সংকটকে আরো বাড়িয়ে তুলবে। তিনি বলেন, রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র হিসেবে এবং দেশি-বিদেশি রাজনীতির সঙ্গে নিয়মিত সম্পর্কিত থাকার কারণে আমি দেখি যে বাংলাদেশ আসলে সেদিকেই যাচ্ছে। আমি আসলে ফেব্রুয়ারিতে এই সরকারের অধীনে কোনো ভালো নির্বাচন দেখি না। আসলে নির্বাচনই দেখি না।’ উপস্থাপক জিল্লুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ ১৫ বছর ক্ষমতায় থেকে দলটা শেষ হয়ে গেছে।
কারণ শেখ হাসিনা নির্ভর করেছিলেন প্রশাসনের ওপরে, সামরিক বাহিনীর ওপরে, পুলিশের ওপরে। ওই সময় আমি, নুরুল কবির ও আসিফ নজরুল বহুবার বিভিন্ন অনুষ্ঠানে বলেছি যে আজকে আওয়ামী লীগ হয়তো আমাদের কথা পছন্দ করছে না। কিন্তু আওয়ামী লীগের বিপদের দিনেও আমরা কথা বলব। আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া উচিত।
তাদের রাজনীতি করতে সুযোগ দেওয়া উচিত। মানুষকে সিদ্ধান্ত দিতে হবে।’
জিল্লুর রহমান বলেন, ‘অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ আওয়ামী লীগকে বিদায় করেছে। এখন রাজনীতিতে তারা কতখানি থাকবে, থাকবে না—সেটা ভোটের মাধ্যমে মানুষ বিচার করবে। আর সেটাই হচ্ছে স্বীকৃত পন্থা।
শেখ হাসিনাকে একবার কথা বলার সময় আমি বলেছিলাম, আপনার দল কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আপনি কিন্তু দলের দিকে নজর দিচ্ছেন না। তিনি তখন আমাকে বলেছিলেন, এরা অনেক কষ্ট করেছে লেট দ্য ইনজয়। এখন ঘুমিয়ে থাকুক সময়মতো জেগে উঠবে। কিন্তু আওয়ামী লীগ জেগে উঠতে পারছে না, সেটা কিন্তু প্রমাণিত সত্য।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট