এপেক্স ক্লাব অব পটিয়ার ১০ম বোর্ড মিটিং গত ১৮ অক্টোবর পটিয়া খুশবু ডাইন রেস্টুরেন্টে ক্লাব সভাপতি এপে. আলমগীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন এপেক্স বাংলাদেশ এর ডিস্ট্রিক্ট ৩ এর গর্ভণর এপে. সৈয়দ মিয়া হাসান, ন্যাশনাল এক্সিকিউটিভ সেক্রেটারি এপে. মো.লিয়াকত আলী, এপেক্স অব পাটিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. জসিম উদ্দিন, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান আরিফ খান, ট্রেজেরার এপে. মোরশেদ রেজা, ডিস্ট্রিক্ট-৩ এর এডিটর এপে.মোহাম্মদ আবু সাঈদ তালুকদার খোকন, সার্ভিস ডিরেক্টর এপে. আবদুল্লাহ ফারুক রবি, মেম্বারশিপ এটেনডেন্স ডিরেক্টর এপে. শফিকুল আলম বশর, সার্জন অ্যাট আর্মস এপে. এস এম আবু হেনা, ফ্লোর মেম্বার এপে. সাংবাদিক সেলিম চৌধুরী, এপে. নাঈম উদ্দিন আলমদার, নাফিজ করিম চৌধুরী প্রমুখ।
এতে আগামী ১ নভেম্বর ২০২৫ ক্লাব (এজিএম) সাধারণ সভা কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন কনফারেন্স হল রুমে করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং ২০২৬ সালের নতুন বোর্ড গঠনে সকল প্রস্তুতি সর্ব সম্মতিক্রমে গৃহীত হয়।
সভায় ক্লাব সভাপতি অতীত সেবা কাযর্ক্রমের সকল বিষয় উপস্থাপন করেন তা সকলেই অনুমোদন করেন ও আরও বেশি বেশি সেবা পরিচালনা করতে সকলকেই দায়িত্বশীল অঙ্গিকার ব্যক্ত করেন।
Leave a Reply