
আজ রবিবার সকাল ১১টায়, আমানত ছফা বদরুন্নেসা মহিলা কলেজে চন্দনাইশ উপজেলার সরকারি নিবন্ধিত, অরাজনৈতিক, যুব উন্নয়ন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন, নুরজাহান ইয়াছিন মেমোরিয়াল ইয়ুথ ফাউন্ডেশন তথা এন.ওয়াই.এম ইয়ুথ ফাউন্ডেশন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আর্থিক সহায়তায় বেকারত্ব কমানোর লক্ষ্যে ব্লক বাটিক কারুশিল্প প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে ৩০ জন বেকার যুবতী নতুন দক্ষতা অর্জন করে অর্থনৈতিক স্বাধীনতার পথে এগিয়েছে, যা এলাকায় নারীদের ক্ষমতায়নের এক নতুন অধ্যায় উন্মোচন করেছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহাম্মদ জয়নুল আবেদীন আফমাসের সভাপতিত্বে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ ন ম ছালেহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে সংগঠনের উপদেষ্টা ও চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল, সংগঠনের উপদেষ্টা ও চন্দনাইশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুল আলম, চন্দনাইশ প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ তৌফিক আলম চৌধুরী উপস্থিত ছিলেন।
এছাড়া বক্তব্য রাখেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মুসলেম উদ্দীন চৌধুরী, প্রশিক্ষক সেলিনা আক্তার রওশন, চন্দনাইশ প্রেসক্লাবের সদস্য মুহাম্মদ লোকমান হাকিম এবং প্রশিক্ষণার্থী ইমু আক্তার।
উল্লেখ্য যে গত ১৯ অক্টোবর ২০২৫ তারিখ হতে শুরু হওয়া এই ৭ দিনের বিনামূল্যে প্রশিক্ষণ আজ সম্পন্ন হয়েছে।
এতে চন্দনাইশের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে ৩০ জন বেকার নারী অংশগ্রহণ করেছেন। প্রশিক্ষণকালে প্রত্যেককে ৬০০ টাকা যাতায়াত ভাড়া প্রদান এবং সরকারি স্বীকৃত সার্টিফিকেট দেওয়া হবে। এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা ব্লক বাটিক কারুশিল্পে দক্ষতা অর্জন করে তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করবে, যা আয়োজকদের মতে বেকারত্ব হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহাম্মদ জয়নুল আবেদীন (আফমাস) বলেন, আমরা দীর্ঘদিন ধরে যুব উন্নয়নে কাজ করে আসছি। এই ধারাবাহিকতায় এই প্রশিক্ষণের মাধ্যমে বেকারত্ব কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমান বিশ্ব অর্থনীতিতে চাকরির সুযোগ সীমিত হওয়ায় বেকারত্বের সমস্যা ক্রমশ বাড়ছে।এই সংকট থেকে উত্তরণে যুবকদের দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ উপায়। আমরা সকলের কাছে আবেদন জানাই, যেন তারা নিজেদের দক্ষতা উন্নয়নে এগিয়ে এসে স্বনির্ভরতা অর্জনের পথে কাজ করে।”
Leave a Reply