
মোঃ শহিদুল ইসলাম
বিশেষ সংবাদদাতাঃ
চরতী মুহাম্মদীয়া (দ.) সিনিয়র মাদরাসায় আজ শনিবার সকাল সাড়ে দশটায় এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে নবনিযুক্ত এডহক কমিটির সভাপতি মুহাম্মদ আবুবকর সিদ্দিককে ফুলেল শুভেচ্ছা ও আনুষ্ঠানিক সংবর্ধনা জানানো হয়। মাদরাসার শিক্ষা কার্যক্রমে নতুন গতি সঞ্চারের প্রত্যাশায় আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-
কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আমীন হানাফী সভাপতিকে বরণ করার পর উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আলোচনা সভার সূচি উপস্থাপন করেন। উপাধ্যক্ষ মাওলানা ওমর ফারুক প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান পর্যন্ত মাদরাসার অগ্রযাত্রা, সাফল্য ও চ্যালেঞ্জ তুলে ধরে নবাগত সভাপতি ও অতিথিদের স্বাগত জানান। এ সময় এডহক কমিটির সকল সদস্য, অতিথিবৃন্দ এবং নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকরাও ফুল দিয়ে বরণ গ্রহণ করেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল শৃঙ্খলাবদ্ধ পরিবেশ, গম্ভীর আলোচনার সুর এবং উন্নয়নের প্রতিশ্রুতি।
সভায় প্রধান অতিথি ও সভাপতির দায়িত্বে থাকা মুহাম্মদ আবুবকর সিদ্দিক তার বক্তব্যে বলেন—“মাদরাসার শিক্ষার মানোন্নয়নই হবে আমাদের প্রথম লক্ষ্য। একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণ হলো শিক্ষক ও শিক্ষার্থী। তাদের নিষ্ঠা, মনোযোগ ও ঐকান্তিক চেষ্টা ছাড়া কোনো প্রতিষ্ঠানই সাফল্যের শিখরে পৌঁছাতে পারে না।”তিনি শিক্ষা কার্যক্রমকে যুগোপযোগী করতে প্রযুক্তির ব্যবহার, শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মপথ নির্দেশনা এবং একাডেমিক মানোন্নয়নে একসাথে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি মাদরাসার সার্বিক উন্নয়ন ও শৃঙ্খলা বজায় রাখতে সকল শিক্ষক, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—সাতকানিয়া উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি মনজুর আহমদ সও, চরতী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম সিকদার, সাবেক সাধারণ সম্পাদক আবু সৈয়দ মেম্বার, অভিভাবক প্রতিনিধি আহমেদুর রহমান, এতিমখানার সভাপতি মাও. আবু তাহের মিসবা, মাও. নুরুল হক আলকাদরী, জাহাঙ্গীর আলম জিহাদী, আইয়ুব আলী, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী, সেলিম চৌধুরী, মাস্টার ইসমাইল, যুবনেতা লোকমান হাকিম, সেলিম বাংলা, নাসির মেম্বার, মো. জাহেদ, ছাত্রনেতা মোরশেদ, সামী এবং মাদরাসার শিক্ষক-কর্মচারীসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী।
অতিথিগণ তাদের বক্তব্যে নবনিযুক্ত সভাপতির নেতৃত্বকে ‘সময়ের দাবি’ হিসেবে উল্লেখ করে বলেন—“আবুবকর সিদ্দিকের দায়িত্ব গ্রহণ মাদরাসার উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে। তার নেতৃত্বে শিক্ষা পরিবেশ আরও শক্তিশালী, স্বচ্ছ ও অগ্রগতিমুখী হবে বলে আমরা বিশ্বাসকরি।”বক্তারা
মাদরাসার অবকাঠামো উন্নয়ন, কর্মপরিকল্পনা বাস্তবায়ন, শিক্ষার্থীদের নৈতিক ও আধুনিক শিক্ষার সমন্বয় এবং আর্থিক স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
আলোচনা ও অভিমত পর্ব শেষে সভাপতি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করে বলেন—“এই প্রতিষ্ঠান শুধু একটি মাদরাসা নয়, এটি আমাদের প্রজন্ম গঠনের কারখানা। আমরা সবাই মিলে এটিকে আরও সুনাম, শৃঙ্খলা এবং প্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে চাই।”পরিশেষে উপস্থিত অতিথিবৃন্দ, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply