
সীতাকুণ্ড চট্টগ্রাম প্রতিনিধিঃ
কেন্দ্র ঘোষিত কর্মসূচীর আওতায় ১০ গ্রেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন করেছে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত ফার্মাসিস্ট ও মেডিকেল টেকনোলজিস্টরা। সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন, ইউনুচ খান, আনাদুল ইসলাম মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব, অনিমা রানী দেবনাথ মেডিকেল টেকনোলজিস্ট ডেন্টাল, মিথিলেশ মন্ডল মেডিকেল টেকনোলজিস্ট রেডিওলোজী ও ফার্মাসিস্ট খাদিজা আকতার ও মাধুরি বিশ্বাস।
এ সময় বক্তব্যে আন্দোলনকারীরা বলে,
হাজারো রকমের রোগের ঝুঁকি নিয়ে মেডিকেল টেকনোলজিস্টরা কাজ করছে। করোনাকালীন সময়ে নিশ্চিত মৃত্যু জেনে মানুষের সেবা দেয়া হয়েছে। সেই ত্যাগের উপর স্বরূপ মেডিকেল টেকনোলজিস্টদের ১০ গ্রেডে উন্নিত করার আশ্বাস প্রদান করা হয়েছে। কিন্তু আজ পযন্ত তার কোনো ফলাফল পাওয়া যাইনি। অথচ স্বাস্থ্য বিভাগ ছাড়া বহু দপ্তরের লোকজনকে ১০ গ্রেড উন্নিত করেছে। তাই অতিসত্বর দাবী না মানা হলে দাবী আদায়ে কঠোর কর্মসূচী দেয়া হবে।
Leave a Reply