
সুমন চৌধুরী
বান্দরবান সদর প্রতিনিধি
বান্দরবান পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আবদুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)বান্দরবান পার্বত্য জেলার বদলি জনিত বিদায় উপলক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) মহোদয়ের সভাপতিত্বে পুলিশ লাইন্স ড্রিল শেডে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত বিদায় অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় বিদায়ি অতিথির কর্মকালীন সময়ে প্রদর্শিত তাঁর অসাধারণ পেশাগত দক্ষতা, মামলা তদন্তে পারদর্শিতা এবং বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালনে সফলতার উল্লেখযোগ্য দৃষ্টান্তগুলো তুলে ধরেন। তিনি আরও বলেন, বিদায়ি কর্মকর্তার সততা, নিষ্ঠা, দায়িত্ববোধ ও মানবিক আচরণ পুলিশ সদস্যদের জন্য অনুকরণীয়। তাঁর নেতৃত্বে একাধিক গুরুত্বপূর্ণ অভিযান ও আইন-শৃঙ্খলা কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে, যা জেলা পুলিশের কর্মদক্ষতাকে আরও সমৃদ্ধ করেছে।
একসঙ্গে কাজ করার বর্ণিল স্মৃতিচারণ কালে উপস্থিত সকলেই আবেগাপ্লুত হয়ে পড়েন। বিদায়ি অতিথির শান্ত স্বভাব, সহমর্মিতা,অধস্তনদের প্রতি আন্তরিকতা ও চ্যালেঞ্জিং পরিস্থিতি মোকাবিলায় দৃঢ় মনোবল এসবই তাকে সহকর্মীদের কাছে বিশেষভাবে স্মরণীয় করে রেখেছে।
পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশ বান্দরবানের পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মৃতিস্মারক প্রদান করেন। অনুষ্ঠানে তাঁর ও তাঁর পরিবারের জন্য সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে দোয়া করা হয়।
এ-সময় বান্দরবান জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply