
বাঘাইছড়ি প্রতিনিধিঃ
সাংবাদিকতা পেশায় দেড় বছরের পথচলায় গুরুত্বপূর্ণ একটি মাইলফলক অতিক্রম করলেন রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার তরুণ সাংবাদিক মোঃ আসিফ ইসলাম সাইফ। জনপ্রিয় গণমাধ্যম “দৈনিক বায়েজিদ (Dainik Baizid)” পত্রিকার সঙ্গে দায়িত্বশীলভাবে একটানা ১ বছর সফলভাবে কাজ সম্পন্ন করেছেন তিনি। সাংবাদিকতার চ্যালেঞ্জিং অঙ্গনে নবীন হিসেবে শুরু করলেও বিগত এক বছরে তার নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্ব সবার নজর কেড়েছে।
গত এক বছর ধরে মাঠ-প্রতিবেদন, মানবিক গল্প, স্থানীয় সংকট, উন্নয়নচিত্র ও প্রান্তিক মানুষের সমস্যা–সম্ভাবনার নানা দিক তুলে ধরেছেন তিনি। এ সময়ে অর্জন করেছেন মূল্যবান অভিজ্ঞতা, যা তাকে সামনে আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে অনুপ্রাণিত করছে।
নিজ কর্মজীবনের এক বছরের অভিজ্ঞতা তুলে ধরে সাংবাদিক মোঃ আসিফ ইসলাম সাইফ বলেন, “এই সময়ের প্রতিটি দিনই ছিল শেখার। সিনিয়র সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সবসময় পাশে থাকা মানুষের সহযোগিতা ছাড়া এতদূর আসা সম্ভব হতো না। মানুষের গল্প তুলে ধরার সুযোগ আমাকে আরও দায়িত্বশীল করেছে। আমি সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”
তিনি আরও বলেন, “আগামী দিনগুলোতেও বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখতে সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।”
সহকর্মীদের মতে, সাংবাদিক আসিফ শুধু পরিশ্রমীই নন, বরং সত্যের প্রতি অটল থেকে প্রতিটি সংবাদ যথাযথভাবে প্রকাশে তিনি সবসময় সচেষ্ট। তার মতো তরুণ সাংবাদিকদের এগিয়ে আসাই ভবিষ্যতের গণমাধ্যমকে আরও সমৃদ্ধ করবে বলে মনে করেন তারা।
এক বছরের সফল যাত্রা শেষে এখন আরও বৃহত্তর লক্ষ্য নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন মোঃ আসিফ ইসলাম সাইফ।
Leave a Reply