
মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার
চট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকায় স্বর্ণালংকার চুরির দুর্ধর্ষ ঘটনায় মামলা রুজুর মাত্র ১২ ঘন্টার মধ্যে তিন চোরকে গ্রেপ্তার করেছে সিএমপি’র আকবরশাহ থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চোরাইকৃত প্রায় ৩ ভরি স্বর্ণালংকার, চুরি যাওয়া মোবাইল ফোন ও রুপার নুপুর উদ্ধার করা হয়েছে। দ্রুততম সময়ে সংঘটিত এই সফল অভিযানে চমক সৃষ্টি হয়েছে স্থানীয় এলাকাবাসীর মধ্যে।
জানা যায়, বাদী আবুল কালাম আজাদ (৩৯) আকবরশাহ থানাধীন শাহী বাস কাউন্টারে কর্মরত। ২৭ নভেম্বর সকালে কর্মস্থলে যাওয়ার পর একই দিন বিকাল সাড়ে ৩টায় তার স্ত্রী বড় মেয়েকে কোচিং-এ পৌঁছাতে বাসা তালা দিয়ে বের হন। পরে বিকাল ৪টায় ফিরে এসে দেখেন বাসার দরজার ছিটকিনি ভাঙ্গা এবং আলমারি ভেঙে ঘর থেকে নগদ ১০,০০০ টাকা, মোবাইলসহ মোট ৩ ভরি ১৪ আনা ওজনের স্বর্ণালংকার (মূল্য প্রায় সাত লক্ষ টাকা) এবং রুপার নুপুর চুরি হয়েছে।
ঘটনার পরপরই আকবরশাহ থানায় মামলা (নং-০৭, তারিখ: ০৫/১২/২০২৫, ধারা ৪৫৪/৩৮০) রুজু হলে থানা অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমানের নেতৃত্বে এসআই সাজ্জাদ, এসআই ইলিয়াছ মাদবর, এসআই রিমন ঘোষ, এএসআই জসিমসহ একটি চৌকস টিম মাঠে নামে।তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি বিশ্লেষণের মাধ্যমে চিহ্নিত করে রাত ২টা ৩০ মিনিটে হারবাতলী জয়ন্তিকা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো১. মোঃ জুয়েল (৩২) ২. মোঃ হৃদয় (২১) ৩. মোঃ শরীফ (২৮)
জিজ্ঞাসাবাদে জুয়েল তার কাছে থাকা স্বর্ণালংকারের বড় অংশের কথা স্বীকার করে। তার কাছ থেকে উদ্ধার হয়—
১ ভরি ১০ আনা স্বর্ণের নেকলেস৯ আনা ওজনের চেইন
২ আনা কানের দুল৪ আনা ওজনের ৪টি স্বর্ণের আংটি মোট ২ ভরি ৯ আনা স্বর্ণালংকার।হৃদয়ের কাছ থেকে উ দ্ধার করা হয় চুরি যাওয়া মোবাইল ও রুপার নুপুর। আর শরীফ চুরির সময় সহায়তা করার কথা স্বীকার করে।
গ্রেপ্তার তিন আসামীকে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply