1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিউ সান পাবলিক স্কুলে মহান বিজয় দিবস উদযাপন ও বার্ষিক ফল প্রকাশ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন শরীফ ওসমান হাদী বাংলা ভাষা পরিষদ কেন্দ্রীয় সদস্য হিসেবে নিবন্ধন পেলেন মোঃ ফেরদাউস আলম সংযুক্ত আরব আমিরাতে মহান বিজয় দিবস উদযাপন অনুষ্ঠিত বোয়ালখালীতে সাবেক ছাত্রলীগ সভাপতির গ্রেপ্তার ঘিরে নতুন প্রশ্ন?হামলার দিন কী ভূমিকা ছিল সাদ্দাম হোসেনের কোতোয়ালীতে সাজা এড়াতে পলাতক মাদক মামলার দণ্ডপ্রাপ্ত আসামী গ্রেপ্তার পতেঙ্গায় র‌্যাবের ভয়াবহ মাদকবিরোধী অভিযান চার কোটি পঞ্চাশ লাখ টাকার ইয়াবাসহ কারবারি আটক সমুদ্রে কোস্ট গার্ডের ডাবল স্ট্রাইক ৬ কোটি টাকার জাল ৫৩ জেলে আটক ট্রলার জব্দ চট্টগ্রাম প্রেস ক্লাবে সিএমপি কমিশনারের স্পষ্ট বার্তা জনগণকে সঙ্গে নিয়েই নগরীর আইনশৃঙ্খলা নিশ্চিত হবে বাঘাইছড়িতে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের বিজয় র‍্যালী ও সহস্র কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন

  • সময় মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৭৩ পঠিত

 

মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সকালে চট্টগ্রামে বর্ণাঢ্য বিজয় র‍্যালী ও সহস্র কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেছে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন (AWCRF)। দিনব্যাপী এই কর্মসূচির মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিজয় র‍্যালীটি। র‍্যালীতে দি সানরাইজ আইডিয়াল কেজি এন্ড হাই স্কুল, রহমান আদর্শ শিক্ষালয়,প্রাইমভিউ পাবলিক স্কুল আব্দুস ছমদ (রাঃ) সুন্নিয়া মাদ্রাসার অংশগ্রহণে সংগঠনের নেতৃবৃন্দ, নারী-শিশু অধিকারকর্মী, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। হাতে জাতীয় পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে তারা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত স্লোগানে মুখর করে তোলে পুরো এলাকা।

র‍্যালী শেষে এক আবেগঘন পরিবেশে সহস্র কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। জাতীয় সংগীতের মাধ্যমে উপস্থিত সবাই মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে দেশপ্রেম, মানবিকতা ও অধিকার প্রতিষ্ঠার শপথ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী বলেন,
“বিজয়ের এই দিনে আমাদের অঙ্গীকার—একটি বৈষম্যহীন, মানবাধিকারসম্মত ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা। নারী ও শিশুর অধিকার রক্ষায় সংগঠনটি ভবিষ্যতেও আপসহীনভাবে কাজ করে যাবে।”

তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো এবং মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করাই এ ধরনের কর্মসূচির মূল লক্ষ্য।

এই সময় উপস্থিত ছিলেন, দি সানরাইজ আইডিয়াল কেজি এন্ড হাই স্কুলের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, প্রধান শিক্ষিকা সোনিয়া আক্তার, রহমান আদর্শ শিক্ষালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, মোঃ সুমন, প্রাইম ভিউ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক ফাতেমা বেগম, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব উৎপল কুমার দাশ, মহিলা সম্পাদক সামসুন নাহার সামু প্রমূখ।

অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। বিজয় র‍্যালী ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মহান বিজয় দিবসকে ঘিরে চট্টগ্রামে সৃষ্টি হয় দেশপ্রেম ও ঐক্যের এক অনন্য আবহ।

পরিবেশেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মাওলানা মোঃ ইলিয়াস হোসাইনের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সামপ্তি করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট