
মোঃ কায়সার চট্টগ্রাম প্রতিনিধি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে চট্টগ্রামের বিভিন্ন আসন থেকে বিএনপির প্রভাবশালী নেতা আসলাম চৌধুরী ও আলোচিত নেতা লেয়াকত আলীসহ মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রোববার (২১ ডিসেম্বর) চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এসব মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, তফসিল ঘোষণার পর চট্টগ্রামের বিভিন্ন আসনে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। আগামী কয়েক দিনে মনোনয়ন সংগ্রহ ও দাখিলের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিভাগীয় কমিশনারের কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসন থেকে বিএনপির কেন্দ্রীয় নেতা আসলাম চৌধুরী দলীয় মনোনয়ন না পেলেও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। চট্টগ্রাম-৫ আসন থেকে শাকিলা ফারজানা ও বিএনপির সাবেক উপ-কোষাধ্যক্ষ এস এম ফজলুল হক এবং চট্টগ্রাম-৯ আসন থেকে নগর বিএনপির সাবেক নেতা আবুল হাশেম বক্কর ও মোহাম্মদ সামছুল আলম মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এছাড়া চট্টগ্রাম-১ আসনে নুরুল আমিন ও শেখ জুলফিকার চৌধুরী বুলবুল, চট্টগ্রাম-২ আসনে গোলাম নওশের আলী, চট্টগ্রাম-৩ আসনে মোহাম্মদ এম আর ভুঁইয়া এবং চট্টগ্রাম-৭ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল্লাহ আল হারুন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
চট্টগ্রাম-১৪ আসনে মো. আব্দুল হামিদ, মৌলভি মো. সোলায়মান, জাকের হোসেন, শফিকুল ইসলাম রাহী ও জসীম উদ্দিন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে বিএনপি নেতা ও বর্তমান ইউপি চেয়ারম্যান লেয়াকত আলী মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
নির্বাচন কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন ইসলামী দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করলেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে এখনো কেউ মনোনয়ন ফরম সংগ্রহ করেননি।
এদিকে বিএনপির পক্ষ থেকে ঘোষিত প্রার্থীদের বাইরে চট্টগ্রামের বিভিন্ন আসনে দলটির অন্তত ছয় নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে আসলাম চৌধুরী ও লেয়াকত আলী উল্লেখযোগ্য। ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে সীতাকুণ্ড আসনে প্রার্থী ছিলেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী। ওই সময় তিনি কারাবন্দি ছিলেন।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনে দলের প্রার্থী ঘোষণা করেন। এর মধ্যে চট্টগ্রাম-৪ আসনে কাজী মো. সালাউদ্দিনকে মনোনয়ন দেওয়া হয়। তবে এ আসনে আসলাম চৌধুরীর সক্রিয় উপস্থিতি ও সাম্প্রতিক তৎপরতা ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে।
চট্টগ্রাম-১৬ আসনে বিএনপির দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে। একই আসন থেকে আলোচিত নেতা লেয়াকত আলীর মনোনয়ন সংগ্রহ স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্যাহ জানান, রোববার বিভাগীয় কমিশনার ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মোট পাঁচজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
নির্বাচনের তফসিল ঘোষণার পর চট্টগ্রামের রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা ও হিসাব-নিকাশ নতুন করে জোরালো হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
Leave a Reply