1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবাধিকার ফাউন্ডেশন এর শীতবস্ত্র বিতরণ আবদুল গফুর হালী চট্টগ্রামের মাইজভাণ্ডারী ও আঞ্চলিক গানের কিংবদন্তী শিল্পী  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকাল  কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি রায়হান কবীরের মৃত্যুর খবরে শোকের মাতম বেগম খালেদা জিয়ার মৃত্যুতে টিসিজেএ পরিবারের শোক প্রকাশ কাউখালী উপজেলায় যৌথ বাহিনীর অভিযান ৬৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১ জন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আলীর গভীর শোক প্রকাশ বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ জীবনযুদ্ধের ইতিকথা এপেক্স ক্লাব অব সাঙ্গুর উদ্যোগে দরিদ্র নারীকে সেলাই মেশিন বিতরণ চন্দনাইশে গার্ডিয়ান লাইফের স্বাস্থ্য বীমার চেক প্রদান

আবদুল গফুর হালী চট্টগ্রামের মাইজভাণ্ডারী ও আঞ্চলিক গানের কিংবদন্তী শিল্পী 

  • সময় বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ৩০ পঠিত

 

প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে আজ ২৬ ডিসেম্বর চট্টগ্রামের আঞ্চলিক মাইজভান্ডারী মরমি গানের কিংবদন্তী শিল্পী আবদুল গফুর হালীর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণানুষ্ঠনে বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল আলোচনা, স্মৃতিচারণ এবং সংগীত সন্ধ্যা। গফুর হালীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করে অনুষ্ঠান শুরু করা হয়। প্রত্যয়ের নির্বাহী সদস্য এস এম হারুনর রশীদ এর সভাপতিত্বে শুরুতেই বক্তব্য রাখেন প্রত্যয়ের নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি।
অনুষ্ঠানে অতিথি ছিলেন আব্দুস সাত্তার ফাউন্ডেশন এর চেয়ারম্যান আবুল বশর সিআইপি। তিনি বলেন, আবদুল গফুর হালী আঞ্চলিক, মাইজভান্ডারী ও মরমি সংগীত স্রষ্টা। তিনি শুধু গান ও সুরের সৃষ্টি করেননি, করে গেছেন আধ্যাত্তিক চর্চাও। গুণী এ শিল্পীর সৃষ্টি আমাদের সবার কাছে তুলে ধরতে হবে।

একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি বলেন, আবদুল গফুর হালীর সৃষ্টি সবার মাঝে তুলে ধরা আমাদের সবার দায়িত্ব। তাকে রাস্ট্রীয় ভাবে সম্মান জানানো সময়ে দাবী।

শিবু মল্লিক এর সঞ্চালনায় স্মরণানুষ্ঠানে অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন সঙ্গীত শিল্পী কল্যাণী ঘোষ, শিমুল শীল, গীতা আচার্য, রাজনীতিবিদ ইউছুপ রশীদ বেলাল, সালেহ আহমেদ হাসান বানু ফাউন্ডেশন এর চেয়ারম্যান ডা. শাখাওয়াত হোসাইন হিরু, খেলাঘর চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অধ্যাপক ভগিরত দাশ,পটিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, কালের কন্ঠ শুভ সঙ্গের কেন্দ্রীয় কমিটির মহাসচিব রানা মিত্র, ছাত্র সংগঠক রিদোয়ান সিদ্দিকী, নাফিজ করিম চৌধুরী, চিত্র শিল্পী হামেদ হাসান, সঙ্গীত শিল্পী মোহাম্মদ আলী আমিরী, তবলা শিল্পী নিতাই পদনাথ, আবৃত্তি শিল্পী নীহারিকা পাল, নৃত্য প্রশিক্ষক হৈমন্তী দে ।
বক্তারা আরো বলেন, গফুর হালী চট্টগ্রামের গান নিয়ে এতটাই কাজ করেছেন যে, চট্টগ্রামের গানের ভান্ডার কত ঋদ্ধ তিনি তা ইতিমধ্যেই প্রমাণ করে গেছেন। এমন গুণগ্রাহী মানুষ আমাদের বর্তমান সমাজে সচরাচর পাওয়া যায় না। তার মত বিরল প্রতিভার মানুষের কোন আদর-কদর আমাদের সমাজে নেই। সারাজীবন নিরীহ নিভৃতচারী প্রচারবিমুখ এই সাধক নিজেকে লুকিয়ে রেখেছন। স্মরণানুষ্ঠানে গফুর হালীর লেখা গান পরিবেশন করে শিল্পী কল্যাণী ঘোষ, শিমুল শীল, গীতা আচার্য, মোহাম্মদ আলী আমিরী, মৃদুল শীল, শারমিন চৌধুরী, মোহাম্মদ মহিউদ্দিন, শিবু মল্লিক। দলীয় সংগীত পরিবেশন করেন প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির সদস্য ও শিক্ষার্থীরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট