
বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীর পোপাদিয়া বাদামতল শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
পোপাদিয়া বাদামতল স্পোর্টিং ক্লাবের আয়োজনে রবিবার (১১ জানুয়ারি) রাত ৯টায় পোপাদিয়া ইউনিয়নের বাদামতল সংলগ্ন মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পোপাদিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আবদুল ছালাম ছোটনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ এম সাইফুদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আজিজুল হক। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী ও উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোসলেম মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম শাহীন, বিএনপি নেতা হাজী পেয়ার মোহাম্মদ, লায়ন ইকবাল হোসাইন, আরিফ, জহিরুল ইসলাম চৌধুরী ও জসিম। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক দল নেতা সৈয়দ দিদারুল আলম রিটন, মোহাম্মদ আকরাম হোসেন দুলাল ও মোহাম্মদ আবদুল সত্তারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ফাইনাল খেলায় রোহাইপাড়া একাদশ ও হাজীপাড়া একাদশ নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র করে। পরে টাইব্রেকারে হাজীপাড়া একাদশ ২-১ গোলে জয়লাভ করে শিরোপা অর্জন করে।
খেলা শেষে অতিথিরা বিজয়ী হাজীপাড়া একাদশকে চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ ২০ হাজার টাকা এবং রানারআপ রোহাইপাড়া একাদশকে ট্রফি ও নগদ ১০ হাজার টাকা পুরস্কার প্রদান করেন।
Leave a Reply