ফিজিও তহিদ রাসেল, চট্টগ্রামঃ
কক্সবাজার উখিয়ায় ১৯১ ভরি ৬ আনা স্বর্ণসহ চোরাকারবারি করম আলী প্রকাশ করিমকে (৩৭) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (১৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার পালংখালী থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটক করম আলী টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মনিয়াঘোনা এলাকার ঠাণ্ডা মিয়ার ছেলে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-১৫ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে র্যাব।
র্যাব-১৫ এর কমান্ডার লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার জানান, শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে মিয়ানমার থেকে পালংখালী সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে একটি স্বর্ণের চালান ঢুকছে এ খবরে পালংখালীতে তল্লাশি বাড়ায় র্যাব। এ সময় ঘটনাস্থলে আসা এক ব্যক্তি চেকপোস্টের সামনে থেকে পালানোর চেষ্টা করায় তাকে আটক করা হয়। তার আচরণ ও গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় জিজ্ঞাসাবাদে সে অসংলগ্ন কথাবার্তা বলে। তার দেহ তল্লাশি করে ৬টি স্বর্ণের বার, ৪টি নেকলেস, ৩৩টি গলার চেইন, ১৭টি চুড়ি, ৩৫ জোড়া কানের দুল, ১৫টি লকেট, ১২টি নাকফুল, ১৬টি আংটিসহ মোট ১৯১ ভরি ৬ আনা স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধার স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২৬ লাখ ৯ হাজার ৪শ’ ৫৯ টাকা।
তিনি আরও জানান, উদ্ধার স্বর্ণের বার ও অলঙ্কারের বৈধ কাগজপত্র দেখাতে সে ব্যর্থ হয়। আটক ব্যক্তি জানায়, সে স্বর্ণের চালানটি নিয়ে পালংখালীর রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছিল। স্বর্ণ চোরাচালানের সাথে রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয় একটি চক্রও জড়িত বলে জানায় সে। তার কাছ থেকে মিয়ানমারের মোবাইল অপারেটর কোম্পানির ২টি এবং বাংলাদেশি ২টি সিম কার্ড জব্দ করা হয়।
আটক করম আলীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলেও তিনি জানান।
Leave a Reply