1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
মানুষের পাশে থাকার লড়াই—নিজ উদ্যোগে সড়ক মেরামত করলেন শ্রমিকদল নেতা বোয়ালখালীতে তিন ইয়াবা সেবনকারীর সাজা বর্ষবরণ উৎসব স্মারক ‘রঙ্গীন বৈশাখ’ এর মোড়ক উন্মোচন চট্টগ্রাম- কক্সবাজার রেলসড়কে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে পদক্ষেপ জরুরি:নিরাপত্তাহীনতায় যাত্রীরা -আলমগীর আলম আন্দোলনের ত্যাগীদের মূল্যায়ন না হলে লজ্জা ছাড়া কিছু থাকবে না: মোস্তাক আহমেদ খাঁন ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাসস পাঁচলাইশ থানার বর্ণাঢ্য র‍্যালি রাঙ্গামাটি দারুল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও উপহার বিতরণ অনুষ্ঠিত সীতাকুণ্ড জান্নাতুল বানাত হিফয মাদ্রাসার উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সুকণ্ঠ সংগীত বিদ্যার্থী পরিষদ বাংলাদেশ’র অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ আসনে নবীন- প্রবীণনের প্রতিদন্ধিতাঃ রাজনীতির মেরুকরণ

গৌরবের ৭০তম খেলাঘর চট্টগ্রাম মহানগর সম্মেলন সম্পন্ন।

  • সময় শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ৪৮১ পঠিত

পলাশ সেন:

সুন্দর স্বপ্নে গড়ে উঠুক আমার দেশ, প্রতি ভোর হোক চির উজ্জ্বল এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর চট্টগ্রাম মহানগরের দুই দিনব্যাপী সম্মেলন আজ ২৪ জুন শুক্রবার বিকেল তিনটায় থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়।বেলুন ও পায়রা উড়িয়ে এবং জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের সাথে সাথে জাতীয় সংগীত ও খেলাঘর সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির চেয়ারপার্সন অধ্যাপক মাহফুজা খানম। উদ্বোধনী অনুষ্ঠানের পর মহানগর সম্মেলন প্রস্তুতি পরিষদ ও মহানগর এর আওতাধীন শাখা আসর সমূহের সমন্বয়ে এক বর্ণাঢ্য রেলি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এর পর বিকেল পাঁচটায় খেলাঘর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এ এস এম জাহিদ হোসেন ও সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান নাট্যজন মুনির হেলাল। আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যকার, নির্দেশক ও অভিনেতা মামুনুর রশিদ, কবি ও সাংবাদিক আবুল মোমেন, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতি মণ্ডলীর সদস্য প্রকৌশলী রথীন সেন খেলাঘর কেন্দ্রীয় কমিটি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুনু আলি ও থ্যালাসেমিয়া বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার মাহমুদ এ চৌধুরী আরজু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক অধ্যাপক রোজি সেন। অনুষ্ঠানের শুরুতে শোক প্রস্তাব পাঠ করেন খেলাঘর চট্টগ্রাম মহানগরের সম্পাদক বিশ্বজিৎ বসু। সভায় বক্তারা বলেন খেলাঘর বাংলাদেশের বৃহত্তম শিশু-কিশোর সংগঠন।১৯৫২ সালের ভাষা আন্দোলনের রক্তস্নাত পথ ধরে খেলাঘরের অগ্রযাত্রা সূচিত হয়। সংগঠনটি ইতিমধ্যে ৭০ বছর অতিক্রম করেছে। শিশুদের আনন্দময় শৈশব বির্ণিমানে জন্য এবং শিশুদের ওপর সকল নির্যাতন নিপীড়ন বন্ধের লক্ষ্যে এই সংগঠন দেশব্যাপী কাজ করে যাচ্ছে।শিশু-কিশোরদেরকে আগামীদিনের যোগ্য নাগরিক ও মুক্তিযুদ্ধের আদর্শে প্রদীপ্ত প্রজন্ম গড়ে তোলার জন্য এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ বির্ণিমানের জন্য মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। আলোচনা সভা শেষে মহানগর সম্পাদক পার্থপ্রতিম নাহা রনি ও জয়ন্ত নাহার সঞ্চালনায় খেলাঘরের ভাই-বোনদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট