1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের চৌষট্টি জেলার রন্ধন রেসিপি -১০ যৌথ রন্ধন রেসিপি গ্রন্থের “সেরা রন্ধন রেসিপি লেখিকা ২০২৫” হলেন যারা মারিশ্যা বাঘাইছড়ি কাঠ ব্যবসায়ী ও জোত মালিক কল্যাণ সমিতির কমিটির গঠন সভাপতি ওমর আলী সম্পাদক রহমত উল্লাহ খাজা সীতাকুণ্ডে ডিগ্রি কলেজ কতৃক সংবর্ধিত লায়ন আসলাম চৌধুরী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাঙ্গামাটি পৌর জাসাস এর প্রস্তুতি সভা ও রাঙ্গামাটি জেলা বিএনপির সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত রাউজানের সার্বজনীন রাসবিহারী ধামে রাসোৎসব ও ধর্মসম্মেলন বাঘাইছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে ৯জন নার্স-মিডওয়াইফ বদলি বোয়ালখালীতে শাকপুরা রাস মহোৎসবের সভায় ইউএনও রহমত বলেন, শ্রীকৃষ্ণের জীবনাদর্শ অনুস্বরণের মধ্য দিয়ে সুন্দর ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণ সম্ভব উপজেলা, পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে দক্ষিণ রাউজানের নোয়াপাড়া পথের হাটে কাপ্তাই সড়কে স্বাগত মিছিল নোয়াপাড়া কল্পতরু সংঘের উদ্যোগে সর্বজনীন ষোড়শ প্রহরব্যাপী রাস মহোৎসব উদযাপন

ভারত – বাংলাদেশ মৈত্রী সংসদের আয়োজনে আগরতলায় সাংস্কৃতিক সম্মাননা পেলেন কবি আসিফ ইকবাল

  • সময় রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০৪ পঠিত

মহান একুশে ফেব্রুয়ারী স্মরণে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ২০২৪ উপলক্ষে ভারত – বাংলাদেশ মৈত্রী সংসদের উদ্যোগে এক আলোচনা সভা,সৌহার্দ্য সন্ধ্যা কবি সম্মেলন,গ্রন্হের মোড়ক উম্মোচন,সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান গত ২০ ও ২১ শে ফেব্রুয়ারী বিকেলে আগরতলা প্রেসক্লাব এবং মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানমালায় সভায় প্রধান অতিথি ছিলেন আগরতলাস্হ বাংলাদেশের সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ। এতে সভাপতিত্ব করেন ভারত বাংলাদেশ মৈত্রী সংসদের সভাপতি ড.দেবব্রত দেবরায়। এতে সম্মানিত আলোচক, সংবর্ধিত অতিথি হিসেবে উপস্হিত ছিলেন দৈনিক সংবাদের বার্তা সম্পাদক প্রদীপ কুমার ভৌমিক, বাংলাদেশের বিশিষ্ট কলামিষ্ট ও রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায়, আগরতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য,সকালের শিরোনাম পত্রিকার সম্পাদক শ্যামল সেনগুপ্ত,বাংলাদেশের প্রশিকার চেয়ারম্যান রোকেয়া ইসলাম,শিলচর ১৯ শে মে উদযাপন কমিটির সভাপতি স্বর্ণালি রায় চৌধুরী,দক্ষিণজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক রাশেদ মনোয়ার,ত্রিপুরা হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী সুব্রত সরকার, সৌমেন সাহা,বোধন আবৃত্তি পরিষদের সভাপতি আবদুল হালিম দোভাষ,বীর মুক্তিযোদ্ধা মোঃ মাহবুবুল ইসলাম, ত্রিপুরা মার্চেন্ট এসোসিয়শনের সুজিত রায়,আগরতলা হজ্ব কমিটির চেয়ারম্যান মোঃ শাহ আলম, নারী লেখক সোসাইটির সভাপতি শেলী সেনগুপ্ত, আগরতলা এন.আইটির অধ্যাপক ড.কিষণ চৌধুরী,প্রবীণ সাংবাদিক চিত্রা রায় চৌধুরী, অধ্যাপিকা মায়া ওয়াহেদ, চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সাধারণ সম্পাদক কবি আসিফ ইকবাল,গৌতম শীল,মোঃ আসাদুল্লাহ সৈকত,তাহমিনা কোরাইশী,আবুল কালাম আজাদ,সাংস্কৃতিক সংগঠক মনিরুজ্জামান জুয়েল,সংবাদ উপস্হাপিকা দিল আফরোজ মিতা,বীর মুক্তিযোদ্ধা আবদুস সামাদ,আফরোজ কাজল,আবদুস সালাম,সঙ্গীতশিল্পী মনিরা মনি,প্রদীপ কুমার বিশ্বাস,কাজী শীলা সুলতানা,হুমায়ুন কবির, ফেরদৌসী সুলতানা ঝর্ণা,অসীম ঘোষ,সাবানা ইসলাম বন্যা,মমতাজ মম,শরণ বড়ুয়া,আহাদ উল্লাহ,অধ্যাপক সাইফুদ্দীন আক্তার হক,সঙ্গীতশিল্পী ঋতু নাহা,সন্দীপ গাইন,মোঃ কোরবান আলী,খোরশেদ আলম বিপ্লব,সাগর রাজবংশী,কাজী আনার কলি,হাসনা হেনা শিল্পী, খ্যাতিমান রবীন্দ্র সঙ্গীতশিল্পী স্বর্ণিমা রায় চৌধুরী,সোমা মুৎসুদ্দী,অঞ্জণ কুমার দাশ,বিশ্বজিৎ রায় চৌধুরী,গৌরাঙ্গ চন্দ্র দেবনাথ।এতে দলীয় নৃত্য,সঙ্গীত,বৃন্দ আবৃত্তি পরিবেশনা করেন নন্দালয় ডান্স একাডেমী,শিবম ডান্স একাডেমী,কালাকুঞ্জ কালচারাল একাডেমী,নৃত্য হৃদম,আনন্দ ধারা,মঞ্জীর,কাব্যায়ন,সরগম একাডেমী,সংগীতারতি,কৃষ্টি বাংলাদেশ,প্রশিকা,নারী লেখক সোসাইটি এবং ভারত – বাংলাদেশ মৈত্রী সংসদ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাচিকশিল্পী নন্দিতা ভট্টাচার্য ও ড.মুজাহিদ রহমান।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মাতৃভাষা বাংলার জন্য সেদিন বাংলার দামাল ছেলে সালাম, বরকত, রফিক, জব্বার সহ অসংখ্যা জীবন উৎসর্গ করেছেন। যা আমাদের জন্য গৌরবের ও মর্যাদা।একুশের রক্তের সিঁডি বেয়ে আমাদের স্বাধীনতার পথ সুবিস্তৃত হয়েছে।ভাষার জন্য জীবনদান পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। সভায় বক্তারা বলেন মহান একুশ আমাদেরকে মাথা উঁচু করে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়।একুশের মর্যাদা ও সম্মানে বাঙালী গৌরবের সাথে বিশ্ব দরবারে বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি আদায়ে সক্ষম হয়েছে।বক্তারা বলেন বাংলা ভাষার মর্যাদা রক্ষায় আমাদের প্রজন্মকে পরিশুদ্ধ বাংলা কথনে ও লিখনে আরোবেশি উৎসাহিত করতে হবে।আমাদেরকে বাংলা ভাষায় পারদর্শী হতেই গৌরববোধের অধিকারী হতে হবে।এপার বাংলার বাংলা ভাষার সংস্কৃতির আদান প্রদানই বাঙালী সংস্কৃতির বিকাশ ঘটাতে সক্ষম হবে।সভা শেষে গুণী সাংস্কৃতিক ব্যক্তি,কবি,লেখক, সমাজসেবী ও শিল্পীদের সংবর্ধনা স্মারক,উত্তরীয় প্রদান করেন ভারত – বাংলাদেশ মৈত্রী সংসদের নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট