
CLUB 94 BD এর উদ্যোগে ১৯৯৪ সালের এসএসসি ব্যাচের প্রয়াত বন্ধু – বান্ধবীদের স্মরণে আজ১লা নভেম্বর ২০২৫ রোজ শনিবার,বাদ আছর স্থান- ঢাকা হাইকোর্ট মাজার জামে মসজিদে দোয়া, মিলাদ মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন CLUB 94 BD এর প্রতিষ্ঠাতা সদস্য তসলিম উদ্দীন রানা, উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ, এভারগ্রীন ৯৪ এর প্রতিষ্ঠাতা মঈনুদ্দিন আহমেদ রাসেল, জমিদার বাবু, বিশিষ্ট ব্যাংকার এমবি সামাদ সুজন চৌধুরী, ব্যারিস্টার শহীদুল ইসলাম, এমদাদুল হক মিলন, লায়ন বেলাল সরকার, আকাশ আহমেদ, শাকিল আহমেদ ভুইয়া, কাজী জামাল আহমেদ, মনিরুজ্জামান টিপু, মতিয়ুর রহমান, শাহ আরমান, গালিব হোসেন, এমবি সোহাগ, মাসুদ রানা, শিমুল দাশ গুপ্ত প্রমুখ।
মোনাজাত পরিচালনা করেন হাইকোর্ট মাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা রেজায়ী সাহেব।১৯৯৪ সালের প্রয়াত বন্ধুদের স্মরণে দোয়া করা ও তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। সাথে ১৯৯৪ সালের সকল অসুস্থ বন্ধু ও সকলের মরহুম পিতা-মাতার জন্য আল্লাহর দরবারে দোয়া করা হয়।পরে ৩০০ জনের মাঝে তবারক বিতরণ করা হয়।
Leave a Reply