” অগ্নিকুন্ডেও জীবিত ইব্রাহিম (আঃ)”
– মোহাম্মদ আব্দুল হাকীম (খাজা হাবীব)
ইব্রাহিম নবী জন্ম নিল মূর্তিপূজকের ঘরে
জালিম শাসক নমরূদ তখন খোদা দাবী করে।
ঠাকুরগণণের ভবিষ্যত বাণী পুত্র সন্তান হলে
ধ্বংস হবে নমরূদ বাহিনী তার বিরুদ্ধে গেলে।
হুকুম দিল নমরূদ তখন-কারো পুত্র জন্ম নিলে
শিরচ্ছেদ করা হবে ভয় থাকে যেন দীলে।
পিতা আযর কর্মচারী মাতা রাজার দাসী
পুত্র গর্ভে আসলে মায়ের দুঃখ রাশি রাশি।
নিষেধাজ্ঞার মাঝে তিনি চলে গেলেন গুহায়
ইব্রাহিমের জন্ম হলে রাত্রি নাহি পোহায়।
অন্ধকারে কাটে তাদের গুহায় রাত্রি দিন
আল্লাহর ইচ্ছায় বেড়ে উঠল পুত্র ইব্রাহিম।
মূর্তি তৈরি মূর্তি বিক্রি ছিল বাবার নেশা
তারই ঘরে জন্ম নিল কেমন সর্বনাশা!
কাবা ঘরের মূর্তি সকল ভেঙে করল শেষ
বিচার বসায় নমরূদ তখন হাজির নির্বিশেষ।
অগ্নিকুণ্ড তৈরি করে নিক্ষেপ করল তাতে
ইব্রাহিমের লোম পুড়েনি খোদা ছিল সাথে।
ধ্বংস হল নমরূদ রাজা মূর্তিপূজার হল শেষ
মুসলমান জাতি সৃষ্টি তব সুন্দর হল পরিবেশ।
সৌজন্যেঃ মোজাদ্দেদীয়া দরবার শরীফ,মোজাদ্দেদপুর, জালালাবাদ,বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম।
Leave a Reply