পলাশ সেন, মহানগর প্রতিনিধি:
আজ ২১শে জুন সোমবার বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয়
নেতৃবৃন্দের সাথে ২য় দিনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য,সম্পাদক ও সভাপতি বৃন্দের সাথে মত বিনিময় সভা চট্টগ্রাম মহা নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত হয়।সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি,বিশেষ অতিথি হিসাবে উপস্হিত চট্টগ্রাম বিভাগের দায়িত্ব প্রাপ্ত নেতা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন,আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক শফিউল আলম নাদেল,বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সংসদীয় কমিটির সভাপতি ওয়াসেকা আয়েশা খান এম পি,বাংলাদেশ আওয়ামী উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম,কতোয়ালী থেকে নির্বাচিত সাংসদ শিক্ষা উপ মন্ত্রী ব্যারাষ্টার মহিবুল হাসান চৌধুরী নফেল,চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আ জ ম নাছির উদ্দিন,সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহামুদ হাসনী,বন ও পরিবেশ সম্পাদক মো: মসিউর রহমান চৌধুরী,সাবেক ছাত্র নেতা সালাউদ্দিন সেলু,মাহফুজুল হায়দার রোটন সহ নেতৃবৃন্দ। বৈঠকের একপর্যায়ে মাহবুবুল আলম হানিফ আলোচনা ও সাংগঠনিক সিদ্ধান্তের বিষয় অবহিত করেন। তিনি জানান, চট্টগ্রাম মহানগরীতে তৃণমূল পর্যায় থেকে সংগঠনকে সাজানোর সিদ্ধান্ত হয়েছে। জুনের শেষ পর্যায়ে ও জুলাইয়ে করোনার প্রকোপ মাথাই রেখেই স্বাস্থ্যবিধি অনুসরণ করে সদস্য সংগ্রহ কর্মসূচি পালন করা হবে। শোকের মাস আগস্টে সাংগঠনিকভাবে শোক কর্মসূচি পালন করা হবে। সেপ্টেম্বর ও অক্টোবর মাসের মধ্যে নগরীর প্রত্যেকটি ওয়ার্ডের ইউনিট পর্যায়ে সম্মেলন করে ওয়ার্ড সম্মেলনও শেষ করতে হবে। নভেম্বর শেষ করতে হবে থানা প্রর্যায়ের সম্মেলন। ‘ওয়ার্ড ও থানা সম্মেলন শেষ করার পরে মহানগর সম্মেলনের সকল প্রস্তুতি শেষ হলে, আমাদের দলের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে একটা শিডিউল নিয়ে আমরা চট্টগ্রাম মহানগরে সম্মেলন করব।
Leave a Reply