1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
বাঘাইছড়িতে আমতলী ইউনিয়নে বিএনপির পরিচিতি সভা অনুষ্ঠিত স্বাদের আড়ালে প্রতারণা চট্টগ্রামের ‘হান্ডি’ ও ‘ধাবা’ রেস্টুরেন্টে কেমিক্যাল মিশ্রিত খাবার লাখ টাকা জরিমানা পটিয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা শুরু হবে অক্টোবরের মাঝামাঝি বহুমুখী সৃজনশীলতার উজ্জ্বল নাম আফরোজা চৌধুরী দিনা চন্দনাইশে সিএনজির সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ রোগীদের দেখতে চমেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারী ওয়ার্ডে জামায়াত নেতৃবৃন্দ এপেক্স ক্লাব অব সাতকানিয়া গঠনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত। পাঁচ শত ছাত্র ছাত্রীদের রক্তের গ্রুপ নির্ণয় করেছে আদর্শ ছাত্র ও যুব সমাজ। শেখ হাসিনাসহ রেহানা, জয়, পুতুল কেউ ভোট দিতে পারবে না। সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের শুভ উদ্বোধন ষড়যন্ত্র বন্ধের দাবিতে রাঙ্গামাটিতে পিসিসিপির লিফলেট বিতরণ

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির মহাসমাবেশে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের শোভাযাত্রা

  • সময় বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২২ পঠিত

শহিদুল ইসলাম, রিপোর্টার:

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির মহাসমাবেশের কার্যক্রম পবিত্র তেলাওয়াত ও মোনাজাতের মাধ্যমে শুরু হয়। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর ২৪, মঙ্গলবার) দুপুর ২.৩০ মিনিটে সমাবেশের মূল কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানস্থলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সহ সভাপতি ও অন্তর্বর্তীকালীন আহবায়ক এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সৈনিক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খানের নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে একটি বিশাল শোভাযাত্রা ও মিছিল সহকারে যোগদেন।

উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা দলের এম. সানাওয়ার হোসেন, কাজী মহি উদ্দিন বুলবুল, হাজী ওয়ালী উল্লাহ বাবলু, নূর আহমদ, মীর মোশাররফ হোসেন, নূরে আলম মিয়া, আমীর হোসেন, আজিজুল হক দুলাল, কুতুব উদ্দিন আহমদ, ক্যাপ্টেন মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।

সমাবেশ মঞ্চে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিএনপির সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা দলীয় সংগীত ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ’ গানসহ বিভিন্ন দেশাত্মবোধক গান পরিবেশ করছেন।

সমাবেশ মঞ্চের পেছনে ডিজিটাল ডিসপ্লে লাগানো হয়েছে। সেখানে শোভা পাচ্ছে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি। এছাড়া গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারকে নিয়ে বিভিন্ন নেতিবাচক সংবাদের শিরোনাম।

সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন বিএনপির ও দলটির বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

তাদের হাতে দেখা গেছে বাংলাদেশ ও দলের পতাকা।
বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন, ফকিরাপুল এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। সড়কের ওপর মঞ্চ নির্মাণ ও দলের নেতাকর্মীদের অবস্থানের কারণে নয়াপল্টন ভিআইপি সড়কে যান চলাচল সীমিত হয়ে পড়েছে। কারণে ওই সড়কের মাত্র একটি লেনে কোনো রকম গাড়ি চলাচলের সুযোগ পাচ্ছে।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সহ সভাপতি ও অন্তর্বর্তীকালীন আহবায়ক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান শোভাযাত্রা শেষে অংশগ্রহণকারী সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং গণতন্ত্র পুনঃ উদ্ধারে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট