গ্রেটার চট্টগ্রাম ইয়ুথ ফোরাম এর উদ্যেগে ও ব্যারিস্টার মনোয়ার হোসেন ফাউন্ডেশনের পৃষ্টপোষকতায় নগরীর বিভিন্ন জায়গায় দুস্থ, ছিন্নমূল, পথচারী ও ভাসমান মানুষদের ঈদ উপহার বিতরণ।
রবিবার (১০মে) রাতে সংগঠনের আহবায়ক মির্জা ইমতিয়াজ এর সভাপত্বে অনুষ্ঠিত করোনা প্রাদুর্ভাবে অসহায় মানুষকে মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে ঈদ উপহার প্রদান কার্যক্রমে অতিথি ছিলেন লেখক গবেষক অধ্যাপক শামসুদ্দিন শিশির। এ সময় তিনি বলেন তরুনদের শক্তিকে কাজে লাগিয়ে সুন্দর আগামী গড়তে হবে ৷ ভালো কাজে তরুনদের এগিয়ে আসার মাধ্যমে দুর্যোগ মোকাবেলায় সম্ভব।
এ দিন বিভিন্ন সড়কে চলাচলকারী দুস্থ, ছিন্নমূল, পথশিশু, হতদরিদ্র, রিকশাচালক ও খেটে খাওয়া ১০০ মানুষের হাতে তুলে দেয়া হয় ঈদের খাবারের প্যাকেট।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাহেদ কায়সার, সৈকত শুভ্র, মোহাম্মদ কামাল, মো নুরুল ইসলাম সবুজ, মো জিয়াউর রহমান, মো ইসহাক প্রমূখ।
Leave a Reply