এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর উদ্যোগে দুই টাকায় স্কুলের ছাত্র মোঃ আয়াত হোসেনের চিকিৎসা সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করা।
২৬ এপ্রিল রোজ শুক্রবার বিকাল চারটায় দুই টাকায় স্কুলে আয়াত হোসেনের মায়ের হাতে চিকিৎসা সহায়তা তুলে দেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী।
উল্লেখ্য যে, আয়াত দুই টাকায় স্কুলের একজন ছাত্র। সে গত ২০ মার্চ সড়ক দূর্ঘটনায় আহত হয়ে দীর্ঘদিন যাবত মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে চিকিৎসকের পরামর্শে বাসায় চিকিৎসা গ্রহণ করছেন। কিন্তু তার পরিবার অসচ্ছল এবং খুবই অসহায়, পরিবারে মা ছাড়া উপার্জন করার মতো কেউ নাই।
এমতাবস্থায় এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন বরাবরে আবেদনের প্রেক্ষিতে এই অর্থ সহায়তা প্রদান করা হয়।
Leave a Reply