অচিন্ত দাস, দাকোপ প্রতিনিধিঃ-
দাকোপ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ২২.কেজি হরিণের মাংস সহ ৩ জনকে গ্রেফতার করেছে।
দাকোপ থানা অফিসার ইনচার্জ জনাব উজ্জ্বল কুমার দত্তের নির্দেশনায় দাকোপ থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে গত ৮ই মার্চ বিকাল ৪ টারদিকে সুন্দরবন পার্শ্ববর্তী বানীশান্তা ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের পূর্ব খেজুরিয়া গ্রাম থেকে দাকোপ থানা পুলিশের অভিযানে বস্তা ভর্তি হরিণের মাংস সহ ৩ জন কে গ্রেফতার করেছে পুলিশ।
আসামিরা হলো রাজু খান পিতা-আজিজ খান, সাং- পূর্ব খেজুরিয়া, বানীশান্তা শফিক হাওলাদার সাইদুর হাওলাদার উভয় পিতা-ইউসুফ হাওলাদার, সাং- পশ্চিম ঢাংমাড়ী, ইউনিয়ন বানীশান্তা।
উক্ত আসামীদের বিরুদ্ধে দাকোপ থানা পুলিশ মামলা রজু করে খুলনা জেলহাজতে প্রেরন করে।
Leave a Reply