1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় গণঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব সমর্থক গোষ্ঠীর কার্যকরী কমিটি অনুমোদন বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ- চট্টগ্রাম দক্ষিণ জেলার আহবায়ক কমিটি অনুমোদন এপেক্স ক্লাব অব বান্দরবানের সেবা কার্যক্রম অনুষ্ঠিত। যুবদলের ৪৭তমপ্রতিষ্ঠা বার্ষিকীতে শহীদ জিয়ার মাজারে উরকিরচর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের শ্রদ্ধা ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পটিয়ায় তেলবাহী মিনি ভ্যান ছিনতাই: মূল দুই আসামি গ্রেফতার নিরাপদ সড়ক গড়তে সবাইকে দায়িত্বশীল হতে হবে — সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন আনোয়ারা মানবসেবা ফাউন্ডেশন এর ২০২৫-২৬ কার্যকরী নতুন কমিটি গঠন আমিরাতের রাস আল খাইমায় দৃষ্টিনন্দন সর্বোচ্চ পর্বত ও বিশ্বের দীর্ঘ জিপলাইন জাবেল জেইস -শাহেদ সরওয়ার

গাউসিয়া কমিটি’র কাফন-দাফন কার্যক্রম আজ বিশ্বব্যাপী সমাদৃত ও প্রশংসিত -অধ্যক্ষ অছিয়র রহমান আলকাদেরী

  • সময় সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৫৭৭ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

গাউসিয়া কমিটি বাংলাদেশ ফকিরচিল্লাহ
ইউনিট ও ফকিরচিল্লাহ জামে মসজিদের ব্যবস্থাপনায় গাউসিয়া কমিটি বাংলাদেশের প্রতিষ্টাতা,বিশ্বের সর্ববৃহৎ ঐতিহাসিক জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা’র প্রবর্তক, গাউসে জমান, রাহনুমায়ে শরিয়ত ও তরিকত, আওলাদে রাসুল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহঃ)’র সালানা ওরস মোবারক উপলক্ষে খতমে কুরঅান মজীদ, খতমে শে’ফা শরীফ, খতমে দু’য়া-এ ইউনুস শরীফ, খতমে গাউসিয়া শরীফ , মিলাদ-কিয়াম, অালোচনা, জিকির-আযকার, দোয়া-মুনাজাত ও অাজিমুশশান মিলাদ মাহফিল” ২০ জিলহজ্ব, শনিবার, কুলগাঁও ফকিরপাড়াস্থ ফকিরচিল্লাহ জামে মসজিদে মুফতিয়ে আহলে সুন্নাত,ওস্তাজুল ওলামা, চট্টগ্রাম জামেয়া অাহমদিয়া সুন্নিয়া অালিয়ার মান্যবর অধ্যক্ষ হযরতুল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান অালকাদেরীর সভাপতিত্বে অনুষ্টিত হয়েছে।

এতে প্রধান বক্তা ছিলেন- মুজাহিদে মিল্লাত, বিশিষ্ট আলেমেদ্বীন,অাল্লামা হাফেজ সৈয়দ মুহাম্মদ আজিজুর রহমান আলকাদেরী , বিশেষ বক্তা ছিলেন ফকিরচিল্লাহ জামে মসজিদের খতিব হযরত আল্লামা সৈয়দ মনির উদ্দীন আলকাদেরী ও গুলবাগ জামে মসজিদের খতিব হযরত আল্লামা সৈয়দ মাসউদুর রহমান হোসাইন অালকাদেরী।

মাহফিলের সভাপতি জামেয়ার অধ্যক্ষ মহোদয় হুজুর কেবলা অাল্লামা তৈয়্যব শাহ রাহমাতুল্লাহি অালাইহির বিভিন্ন অবদান উল্লেখ করে বলেন- শরিয়ত-তরিকত প্রসারে, ইসলামী শিক্ষা ও মূল্যবোধ বিস্তারে হুজুর কেবলার অবদান অাজীবন অবিস্মরণীয় হয়ে থাকবে। বিশেষ করে ১২ই রবিউল আউয়াল জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেশে প্রবর্তন করে কোটি মুমিনের হৃদয়ে কিয়ামত পর্যন্ত তিনি বেঁচে থাকবেন।
করোনা মহামারীর কারণে দুনিয়ার সব কিছু বন্ধ হলোও ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে হুজুর কেবলাসহ আউলিয়ায়ে কেরামের স্মরণ-জিকির বন্ধ নাই।

তিনি আরো বলেন- হুজুর কেবলা সুন্নাতে রাসূলের ওপর পরিপূর্ণ পাবন্দ ছিলেন এবং এখলাস বিশুদ্ধ ছিলো বিধায় তারঁই প্রতিষ্টিত গাউসিয়া কমিটি বাংলাদেশের কাফন-দাফন কার্যক্রম আজ বিশ্বব্যাপী সমাদৃত ও প্রশংসিত। করোনাকালে গাউসিয়া কমিটির সেচ্চাসেবক ভাইদের জন্য সকলে বেশিবেশি দোয়া করবেন।নামাজ-কলমা ইত্যাদি যথাসময়ে আদায় করতে সকলের প্রতি অনুরোধ করেন। সুন্দরভাবে মাহফিল আয়োজন করায় গাউসিয়া কমিটি ফকিরচিল্লাহ ইউনিটকে তিনি মোবারকবাদ জানান।
এতে আরো উপস্থিত ছিলেন- গাউসিয়া কমিটি বায়েজিদ থানার সেক্রেটারি আলহাজ্ব সৈয়্যদ হাবিবুর রহমান,মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব সৈয়্যদ আব্দুর রহমান, সেক্রেটারি খন্দকার এরশাদুল আলম হিরা,মসজিদে রাহমানিয়া গাউসিয়ার খতিব মাওলানা মুহাম্মদ বোরহান উদদীন, ফকিরচিল্লাহ মসজিদের পেশ হাফেজ সৈয়দ আবুল মনসুর, মাওলানা জাহাঙ্গীর, হাফেজ সৈয়্যদ আরমান,হাফেজ সৈয়্যদ আরিফুর রহমান, সাইফুল করিম বাপ্পা, সৈয়দ আমিনুল ইসলাম আরফাত, শায়ের সৈয়্যদ খলিলুর রহমান, হাফেজ আসিফ, প্রমুখ।

পরে সালাতুস সালাম ও প্রধান অতিথির দোয়া-মুনাজাত এবং তাবারুকাত বিতরণের মধ্য দিয়ে মাহফিল সমাপ্ত হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট