বহু প্রতীক্ষিত চকরিয়া পৌরসভা নির্বাচনে ২নং ওয়ার্ড কাউন্সিলর পদে যেসব প্রার্থী রয়েছেন তাঁদের মধ্যে নুরুল আবছার বাদশা সবচেয়ে এগিয়ে আছেন বলে মনে করেন সাধারণ ভোটাররা। এগিয়ে থাকার কারণ হিসেবে তার আচার আচরণ, সৎ চরিত্র, মাদকমুক্ত, নিরপক্ষতা ও যেকোনো দূর্যোগ বা বিপদে মানুষের পাশে থাকাকে মূল কারণ বলে জানান ভোটাররা। এলাকার বেশীর ভাগ ভোটাররা মনে করেন নুরুল আবছার বাদশা ভাইয়ের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে আমরা আশা করছি তিনি টেবিল ল্যাম্প মার্কায় বিপুল ভোটে বিজয়ী হবেন। সে বিষয়ে তাঁর কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন আমি যেকোনো দূর্যোগে বা বিপদে মানুষের পাশে ছিলাম তাই মানুষ আমাকে বেছে নিয়েছে এবং টেবিল ল্যাম্প মার্কার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমি জয়ী হলে পৌরসভা ২নং ওয়ার্ডকে মাদক,সন্ত্রাসমুক্তসহ ও ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একটি আধুনিক পৌর ওয়ার্ডে পরিণত করবো ইনশাআল্লাহ। তবে তিনি হালকাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র দুটির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
Leave a Reply