1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১০ মে ২০২৫, ১১:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
বাইশারীতে শ্রমিক সংগঠনের ব্যতিক্রমী আয়োজন প্রীতি ফুটবল ম্যাচ: প্রাণবন্ত দিন নাছিরাবাদ ওষখাইনীরি নুরীয়া বিষু দরবার শরীফে খাইমাতু রুফাইদা ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত যুদ্ধ নয়, শান্তি চাই — ভারত বনাম পাকিস্তান: মুহাম্মদ আকতার উদদীন কক্সবাজার জেলা আওয়ামী-যুবলীগের সাবেক সভাপতি বাহাদুর গ্রেপ্তার বাঘাইছড়িতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ উদযাপন মুস্তাফা জামান আব্বাসী আর নেই আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ: মোস্তাক আহমেদ খাঁন বোয়ালখালীতে স্প্রীডফাস্ট কুরিয়ার সার্ভিসের যাত্রা শুরু দক্ষিণ জেলা বি এন পি সাবেক সিনিয়র সদস্য গাফ্ফার চৌধুরীর স্মরনে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ১১ বছরের মেয়েকে ধর্ষণের চেষ্টায় আটক সৎ পিতা

চট্টগ্রাম নগরীর সিএমপির ইপিজেড থানা পুলিশের অভিযানে (১০) জন, জুয়াড়ি গ্রেফতার।

  • সময় বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ১০৬ পঠিত

বিশেষ সংবাদদাতাঃ

চট্টগ্রাম নগরীর সিএমপি”র ইপিজেড থানাধীন কাজীর গলিস্থ হারুন সওদাগরের বাড়ীর সামনে জাকিরের চায়ের দোকান হইতে ১০ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ।

ইপিজেড থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মাদ হোসাইন”র নির্দেশনায় ওসি তদন্ত মোঃ জামাল এর সহযোগিতায়
এসআই (নিঃ) বেলায়েত হোসেন সঙ্গীয় অফিসার ফোর্স সহ থানা এলাকায় মোবাইল-৫১ ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ২৪/০৪/২০২৪ খ্রিঃ তারিখ ২১.০৫ ঘটিকার সময় ইপিজেড থানাধীন কাজীর গলিস্থ হারুন সওদাগরের বাড়ীর সামনে জাকিরের চায়ের দোকান হইতে (১০) জন জুয়াড়ি কে আটক করা হয়েছে এবং এদের হেফাজত হইতে ১। ০৩(তিন) বান্ডেল AMERICAN GOLD তাস, ১০০/- টাকার নোট- ০৯টি=৯০০/- (নয়শত) টাকা, ৫০/- টাকার নোট-০৩টি= ১৫/- (একশত পঞ্চাশ) টাকা, ২০/- টাকার নোট -০৮টি=১৬০/-(একশত ষাট) টাকা, ১০/- টাকার নোট ০৫টি=৫০(পঞ্চাশ) টাকা সর্বমোট=১২৬০/-(একহাজার দুইশত ষাট) টাকা উদ্ধার পূর্বক স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে এসআই (নিঃ) মোঃ বেলায়েত হোসেন জব্দ তালিকা মূলে জব্দ করেন।

গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানাঃ- ১। মোঃ রমজান (৩৫), পিতা-মোঃ জহির মিয়া, মাতা-ফুলবানু, সাং-বরিগাতি ১নং ওয়ার্ড, থানা-তাড়াইল, জেলা-কিশোরগঞ্জ, বর্তমানে-কাজির গলি, লেয়াকত বিল্ডিং, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম, ২। মোঃ রাকিব (২১), পিতা-মৃত শাহাবুদ্দিন, মাতা-মৃত কুসুম, সাং-নায়েকপুর, ৭নং ওয়ার্ড, থানা-মদন, জেলা-নেত্রকোনা, বর্তমানে-কাজির গলি, সাইফুদ্দিন বিল্ডিং, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম, ৩। মোঃ মাসুম (২৩), পিতা-আব্দুল কাইয়ুম, মাতা-রাহিমা আক্তার, সাং-রামশিদ্ধ, ৫নং ওয়ার্ড, থানা-আটপাড়া, জেলা-নেত্রকোনা, বর্তমানে-চিত্রকর বিল্ডিং থানা-ইপিজেপ, জেলা-চট্টগ্রাম, ৪। মোঃ মুছা (২২), পিতা-মোঃ দেলোয়ার হোসেন, মাতা-রুবি বেগম, সাং-হরিণা গাজীপুর, হাওলাদার বাড়ী, ০৯নং ওয়ার্ড, ৬নং শারিকতলা ইউপি, থানা ও জেলা-পিরোজপুর, বর্তমানে-কাজীর গলি, রায়হান জমিদারের ভাড়াটিয়া, ২য় তলা রুম নং-০১, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম, ০৫। মোঃ জাকির হোসেন (৩৮), পিতা-মৃত ফোজদার মিয়া, মাতা-মৃত শাহারা আক্তার, সাং-বাশুরিয়া দক্ষিণ পাড়া, ৭নং নায়েকপুর ইউপি, থানা-মদন, জেলা-নেত্রকোনা, বর্তমানে-কাজীর গলি, আঃ হাকিম বিল্ডিং নীচতলা, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম, ০৬। মোঃ ছাদেক মিয়া (৩২), পিতা-মৃত জসিম উদ্দিন, মাতা-জয়নব আক্তার, সাং-ঘরাডুবা মাস্টার বাড়ী, ৬নং ওয়ার্ড, ৪নং ঘরাডুবা ইউপি, থানা-কেন্দুয়া, জেলা-নেত্রকোনা, বর্তমানে-কাজির গলি, হারুন ইনচার্জ এর ভাড়াটিয়া, আলাল উদ্দিন বিল্ডিং; ৪থ তলা রুম নং-২৬, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম, ০৭। মোঃ নুর কতুব মিয়া (৩০), পিতা-মোঃ মোসলেম উদ্দিন, মাতা-জিন্নাতুন্নেছা, সাং-বারোভুড়ি, মেম্বার বাড়ী, ৩নং ওয়ার্ড, মদন ইউপি, থানা-মদন, জেলা-নেত্রকোনা, বর্তমানে-কাজির গলি, লেয়াকত বিল্ডিং নীচতলা, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম, ০৮। মনির হোসেন (২৮), পিতা-আব্দুস সালাম, মাতা-মনোয়ারা আক্তার, সাং-বিষ্ণপুর (উত্তর পাড়া), থানা-কেন্দুয়া, জেলা-নেত্রকোনা, বর্তমানে-কাজির গলি, নাছিমা বিল্ডিং, ৪র্থ তলা, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম, ০৯। মোঃ সোহেল (৩১), পিতা-মোঃ আবু সান, মাতা-মাজেদা খাতুন, সাং-চাঁদগাও, মোড়ল বাড়ী, থানা-মদন, জেলা-নেত্রকোনা, বর্তমানে-কাজির গলি, লিয়াকত বিল্ডিং ২য় তলা, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম, ১০। মোঃ সাগর মিয়া (২৭), পিতা-মতিউর রহমান, মাতা-মিনারা আক্তার, সাং-কমল আশ্রম (গনু মেম্বারের বাড়ী), থানা-আটপাড়া, জেলা-নেত্রকোনা, বর্তমানে-কাজির গলি, চার রাস্তার মোড়, আব্দুর হাকিমের বিল্ডিং, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে নন এফআইআর প্রতিবেদন দাখিল করা হয়েছে। আসামীদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট