ইসমাইল ইমন চট্টগ্রাম প্রতিনিধি:
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে চট্রগ্রামের চন্দনাইশ উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ বৃক্ষ রোপন ও অলোচনা সভা চন্দনাইশ উপজেলা ভিডিও কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
৫ ই আগস্ট (শুক্রবার) সকালে উপজেলা পরিষদের সামনে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন, চট্টগ্রাম ১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী।
উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী,পৌর মেয়র আলহাজ্ব মাহবুবুল আলম খোকা,সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী,আকতার সানজিদা পপি’র সঞ্চালনায় এই সময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মো.আনোয়ার হোসেন,প্রকৌশলী জুনায়েদ আফসার,কৃষি অফিসার স্মৃতি রানী সরকার,মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা,মৎস্য কর্মকর্তা হাসান আহসানুল কবির,যুব উন্নয়ন কর্মকর্তা মো.আ.ন.ম ছালেহ উদ্দিন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াদ হোসেন,হাশিমপুর ইউনিয়নের চেয়ারম্যান এড.খোরশেদ বিন ইসহাক,পৌরসভার আ’লীগের যুগ্ম আহ্বায়ক ফরিদুল ইসলাম চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরীসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রধানগণ এবং সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গ ।
পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ ইউসুফ।
Leave a Reply