জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
৫ ডিসেম্বর (মঙ্গলবার) ঐতিহ্যবাহী চন্দনাইশ উপজেলা সাতবাড়িয়া হাফেজ নগর দরবার গাউছিয়া মাবুদ মঞ্জিল শানে গাউছুল আজম মাইজভান্ডারী ফোরামের সদস্য ও গাউছিয়া মাবুদ মঞ্জিলের বড় মিয়া পীরে তরিকত মুরশিদে বরহক হযরত মাওলানা সৈয়্যদ আরাফাতুল হক আল-হাফেজ নগরী মাইজভান্ডারী (রহ:) রওজা শরীফ জিয়ারত করেন মাইজভান্ডার দরবার শরীফ থেকে আগত আওলাদে রাসুল,খান্দানে গাউসুল আজম মাইজভান্ডারী,হযরত মাওলানা শাহজাদা সৈয়্যদ হোসাইন রাইফ নুরুল ইসলাম রুবাব মাইজভান্ডারী (মা:জি:আ)। প্রধান অতিথিকে স্বাগত জানান গাউছিয়া মাবুদ মঞ্জিলের সাজ্জাদানশীন পীরজাদা সৈয়্যদ মুফতি আশেকুর রহমান আল-হাফেজ নগরী,মাইজভান্ডারী (মা:জি: আ)। হাফেজ নগর দরবার শরীফের বিভিন্ন মঞ্জিলের আওলাদগন,হযরত মাওলানা আবদুর রশিদ শাহ্ (রহ.) দরবার শরীফ, পটিয়া আমির ভান্ডার দরবার শরীফ, বোয়ালখালী চরণদ্বীপ দরবার শরীফ,
কাঞ্চন নগর রহমানিয়া দরবার শরীফ,
রাহে ভান্ডার দরবার শরীফ, এর আওলাদে পাকগণ,আরো উপস্থিত ছিলেন আঞ্জুমানে মোত্তাবেঈনে গাউছুল আজম মাইজভান্ডারী চট্টগ্রাম আগ্রাবাদ, বোয়ালখালী, পটিয়া, চন্দনাইশ, দোহাজারী শাখার ব্যক্তি বর্গ সহ রহমানিয়া মাবুদিয়া সুন্নিয়া দারুল আরকাম মাদরাসার শিক্ষকগন এবং আশেকানে হাফেজনগরী মাইজভান্ডারী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply