মোহাম্মদ নোমানঃ
চট্টগ্রামের হাটহাজারী থানাধীন কাপ্তাই সড়কে তল্লাশি চালিয়ে ৬০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও পাচার কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা সমেত তিন যুবতীসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী মডেল থানাধীন মদুনাঘাট পুলিশ ফাঁড়ি কর্তৃক চট্টগ্রাম – কাপ্তাই সড়কে এই মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত ব্যক্তিদ্বয় হাসান, পাইনু মারমা, উয়ইন মারমা ও শৈওয়াচিং মারমা। তাদের বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন বলে জানাগেছে।
মদুনাঘাট তদন্ত কেন্দ্র পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ০৬/০৭/২০২১ তারিখে সকাল অনুমান ০৯.৩০ ঘটিকার সময় নজুমিয়াহাট বাজার চট্টগ্রাম-কাপ্তাই রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী ১। হাসান বাবলু, ২। পাইনু মারমা, ৩। উয়ইন মারমা, ৪। শৈওয়াচিং মারমাদের হেফাজত হতে ৬০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং বহনে ব্যবহৃত ০১ টি সিএনজি অটোরিক্সা উদ্ধারপূর্বক আসামীদের গ্রেফতার করা হয়।
Leave a Reply