“স্রষ্টার সৃষ্টির সেবায় আন্ততৃপ্তির আমাদের মিশন”শ্লোগানে, মুহাব্বত ঐক্য শৃঙ্খলা সুশিক্ষা ত্যাগ ও সেবা মুলনীতির উপর ভিত্তি করে, আর্ত মানবতার সেবায় নিবেদিত,সরকারি নিবন্ধিত, দক্ষিণ চট্টগ্রামের অরাজনৈতিক যুব উন্নয়ন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন এন.ওয়াই.এম.(নুরজাহান ইয়াছিন মেমোরিয়াল) ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে জঙ্গি ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্টিত হয়েছে।
১০ নভেম্বর ২৩ ইংরেজি তারিখ সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত কানাইমাদারি আলহাজ্ব ড. কর্ণেল অলি আহমেদ উচ্চ বিদ্যালয়ে এই সব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহাম্মদ জয়নুল আবেদীন (আফমাস) সাংগঠনিক সম্পাদক ও এন.ওয়াই.এম. ব্লাড ব্যাংকের পরিচালক তৌহিদুল ইসলাম ইমন,আবিদ বিন হারুন কার্যকরী পরিষদের সদস্য,মুহাম্মদ রিয়াজ উদ্দিন, সাবরিনা চৌধুরী সামিয়া, তাসফিয়া তাহসিন ,ইসমাইল হোসেন, মুহাম্মদ সাজিদ উদ্দিন সহ প্রমুখ।
এই সময় বক্তারা বলেন মাদক ও জঙ্গিবাদ যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যায়। যুব ও ছাত্র সমাজ নাগরিক হতে হলে অবশ্যই মাদক ও জঙ্গিবাদ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে।যারা নিজেকে ভালোবাসে, সমাজ ও দেশকে ভালোবাসে তারা কখনো মাদক ও জঙ্গিবাদের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে পারে না। মাদক সব সময় স্বাস্থ্যের জন্য, জীবনের জন্য ক্ষতিকর। আমাদের সবাইকে মাদকমুক্ত জীবন গড়তে হবে, সুস্থভাবে বাঁচতে হবে।
Leave a Reply