1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে দক্ষিণ জেলা পেশাজীবী অধিকার পরিষদের সদস্য সচিব মহিউদ্দীন কাদের মনোনয়ন ফরম জমা শেখ হাসিনার রায়, যেকোনো বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে হবে আইন-শৃঙ্খলা বাহিনীকে: আমীর খসরু চট্টগ্রামের পথশিশু ও অধিকার বঞ্চিত শিশুদের নিয়ে গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের বিভিন্ন কর্মসূচী চট্টগ্রামে মোবাইল মেকানিক হত্যার ঘটনায় প্রধান আসামিসহ গ্রেপ্তার আরও ৩ বাংলা একাডেমির উপ-পরিচালকের হাত থেকে সম্মাননা পেলেন সন্দ্বীপের সন্তান “অনিক শুভ” ঢাকায় এভারগ্রীন ৯৪ এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী ও মিলন মেলা অনুষ্ঠিত ইপিজেড থানার দক্ষিণ হালিশহরে জামায়াতের ফগার মেশিনে মশা নিধন কর্মসূচির উদ্বোধন এই প্রথম রাঙামাটির প্রশাসনে নারীর অগ্রযাত্রা ডিসি নাজমা আশরাফী ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাথে মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের মতবিনিময় ৯ মাসে রেকর্ড ১৩.৯৫ মিলিয়ন আন্তর্জাতিক পর্যটক পেল দুবাই

নগরীর কোতোয়ালী থানার ওসিকে এএসআইয়ের ধাক্কার ঘটনায় সত্যতা মিলেছে।

  • সময় শনিবার, ৬ মে, ২০২৩
  • ৫৪০ পঠিত

পলাশ সেন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবিরকে কনুই দিয়ে ধাক্কা দেওয়ার ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিশেষ শাখার (সিটি-এসবি) উপ সহকারী পরিদর্শক (এএসআই) সন্তু শীলের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আসিফ মহিউদ্দিন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় এর কাছে এ প্রতিবেদন জমা দেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, তদন্ত প্রতিবেদনে ওসির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। গত বুধবার সিএমপি কমিশনারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রতিবেদনটি সিএমপির বিশেষ শাখার উপ-কমিশনারের (ডিসি-সিটিএসবি) কাছে পাঠানো হয়েছে। নগর বিশেষ শাখার উপ-কমিশনার ডা. মো. মনজুর মোর্শেদ জানান, কোতোয়ালী থানার ওসির অভিযোগ তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। সর্ব শেষ,গত ১৯ এপ্রিল নগরের পাথরঘাটা এলাকায় ঈদসামগ্রী বিতরণ করতে যান শিক্ষা উপমন্ত্রী। এ সময় তাঁকে প্রটোকল দিয়ে নিয়ে যাচ্ছিলেন ওসি জাহিদুল কবির। হঠাৎ পেছন থেকে এসে ওসিকে কনুই দিয়ে ধাক্কা দেন এএসআই সন্তু। এনিয়ে সন্তু ও ওসি জাহিদুল তর্কে জড়ালে তাদের রুমের ভেতরে নিয়ে যান শিক্ষা উপমন্ত্রী। এই ঘটনায় ওসি কোতোয়ালী থানায় জিডি করেন এবং সিএমপি কমিশনারের কাছে লিখিত অভিযোগ দেন। ২৫ এপ্রিল সিএমপি সদর দফতরের আদেশে সন্তু শীলকে সিএমপির পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। সর্বশেষ গত ২ মে তাকে খুলনা রেঞ্জে বদলি করা হয়। পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (পারসোনাল ম্যানেজমেন্ট-২) মোহাম্মদ জহিরুল ইসলামের সই করা আদেশে তাকে ৬ মে’র মধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ইউনিট ছাড়তে বলা হয়। ওই আদেশে আরও বলা হয়, ৬ মে’র মধ্যে সিএমপি না ছাড়লে ৭ মে থেকে তিনি তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হয়েছেন মর্মে গণ্য হবেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট