“নবী মোহাম্মদ (সা:)”
মুহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব)
শ্রেষ্ঠ মানব শ্রেষ্ঠ নবী
এটা মোদের অহংকার,
মূর্তিপূজক ধ্বংস হবে
এটা কুরআনের অঙ্গীকার।
শ্রেষ্ঠ রাসূল শ্রেষ্ঠ কিতাব
মুসলমানদের অহংকার,
কাফির মুশরিক জাহিলদেরকে
মানা মোদের নেই দরকার।
নূরের নবী (সা:) ধ্যানের ছবি
মু’মিন বান্দার দীলে
আউয়ালে আখেরি নবীকে
বিশ্বাসে জান্নাত মিলে।
জন্মের পূর্বেই ছিলেন রাসূল
লিখা আরশে মাওলার
নবীরূপে জন্ম নিলেন
রহমত সরূপ দুনিয়ার।
সেরা নবীর কর্মজীবন
মুসলমানদের আদর্শ,
নবীর সম্মান রক্ষা করতে
জীবন মোদের উৎস্বর্গ।
সমগ্র জাহানের রহমত নবী (সা:)
রহমাতাল্লিল আলামিন,
শাফা’য়াত পাবে উম্মত
হাশরের মাঠে হিসাবের দিন।
আবাল বৃদ্ধ বনিতা মুসলিম-
নবীর প্রেমে পাগল,
ঈমান সবার মজবুত আছে
ভাঙ্গেনি আজও মনোবল।
সমস্ত মুসলিম এক হওয়ার
এসেছে আজ সুদিন,
সুখ ভোগ করবে মু’মিন
ধ্বংস হবে বেদীন।
কুরআন সত্য রাসূল সত্য
সত্য তাঁর বাণী,
কটূক্তিকারী নিপাত যাক
আমরা রাসূলকে মানি।
Leave a Reply