আবুল কালাম আজাদঃ
দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী বাজার লোহাগাড়া উপজেলার পদুয়া বাজার সংলগ্ন ফুটপাতে দোকান বসিয়ে চলছে রমরমা ব্যবসা। মহাসড়ক থেকে বাজারে প্রবেশের যে রাস্তা রয়েছে সে রাস্তার দুই পাশে মানুষের চলাচলের যে জায়গা রয়েছে তা সম্পূর্ণভাবে দোকানের দখলে চলে গেছে। রাস্তার দুই পাশে চলাচলের পথ না থাকায় মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। বর্তমানে অধিকাংশ দোকান মূল রাস্তার অনেকাংশ দখলে নিয়ে চলছে রমরমা ব্যবসা। বাজারে পশ্চিম দিক থেকে পূর্ব দিক যেতে ২ মিনিটের জায়গায় সময় লাগে ১০ মিনিট। রাস্তা ছোট হয়ে যাওয়ার কারণে প্রতিনিয়ত গাড়ির যানজট লেগেই থাকে। পশ্চিম দিক হতে গাড়ি প্রবেশ করলে অপর দিক থেকে অন্য একটি গাড়ি আসলে যানজট শুরু হয়ে যায়। বাজারে আসা লোকজনের মাঝে চরম অশান্তি বিরাজ করে। ফুটপাত দখল মুক্ত করে মানুষের চলাচলের পথ নির্বিগ্ন করতে না পারলে অচিরেই হারিয়ে যাবে বাজারের ঐতিহ্য। বাজারে আসা লোকজন জানান এই বাজারের মত অন্য কোথাও যানজট হয় না। সময় লাগে প্রচুর, নির্দিষ্ট সময়ে বাজার করে যেতে পারি না, দূর থেকে বাজারের দিকে তাকালে মনে হয় এটি একটি বস্তি এলাকা। ব্যবসায়ী শের আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন হ্যাঁ ফুটপাত দখল করে ব্যবসায়ীরা দোকান বসানোর কারণে মানুষের চলাচলে খুবই কষ্টকর হয়ে পড়েছে। ফুটপাত দখল মুক্ত করলে মানুষের কষ্ট কমবে বাজারে ঐতিহ্য ফিরে আসবে। পদুয়া বাজার কমিটির সভাপতি শওকত আলী শেকু জানান আমিও ফুটপাত দখলমুক্ত করার পক্ষে। কমিটির সকলের সহযোগিতা পেলে অবশ্যই করব। পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ জানান ফুটপাত দখল মুক্ত করার পরিকল্পনা হাতে নিয়েছি আগামী সাপ্তাহে যারা দখল করেছে তাদের ডেকে বিষয়টি জানিয়ে দেয়া হবে। লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্ল্যাহ বলেন বিষয়টি আমার জানা নেই যেহেতু আপনার মাধ্যমে জেনেছি আমি সরেজমিনে গিয়ে দ্রুত ব্যবস্থা নিব।
Leave a Reply