বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি দুর্নীতিবাজদেরকেও আইনের আওতায় আনতে হবে বলে মন্তব্য করছেন, বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মুহাম্মদ আলী।
২৪ (জুলাই) রোজ রবিবার এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।
মুহাম্মদ আলী বলেন, বিশ্বে করোনা ভাইরাসের মতো একটি মহামারি যেভাবে সারা বিশ্বকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে গেছে তার সেই রেশ কাটতে না কাটতে আবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধ কে কেন্দ্র করে সারা বিশ্বে বিরূপ প্রভাব পড়েছে অর্থনৈতির উপর। এই যুদ্ধের জন্য বিভিন্ন দেশের সাথে আমদানি – রপ্তানির উপরও চলছে নিষেধাজ্ঞা। ফলে নিত্যপ্রয়োজনীয় সকল জিনিস পত্রের দাম হুহু করে বেড়ে গেছে। জ্বালানি সংকটের কারণে বিদ্যুতেরও সংকট দেখা দিয়েছে। এই অবস্থা কাটিয়ে উঠার জন্য বিভিন্ন দেশে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পাশাপাশি বাংলাদেশও বিদ্যুৎ লোডশেডিং করে সাশ্রয় করার জন্য সরকারের পক্ষ থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
তিনি আরও বলেন, এইভাবে লোডশেডিং করে শুধু বিদ্যুৎ সাশ্রয়ী করলে হবে না তার পাশাপাশি দেশের বড় বড় রাগব বোয়াল দুর্নীতিবাজদেরকেও আইনের আওতায় আনতে হবে।
হয়তো এভাবে লোডশেডিং করে কিছু বিদ্যুৎ সাশ্রয়ী হবে কিন্তু এর চেয়ে বড় বিষয় হলো দেশ থেকে দুর্নীতি নির্মূল করা। কারণ দেশের বিভিন্ন খাতে দুর্নীতি ছেয়ে গেছে, এখনি যদি এই দুর্নীতিবাজদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না যায় তবে আগামীতে দেশের অবস্থা খুবই ভয়াবহ হবে বলে আশংকা করছেন তিনি।
তিনি আরও বলেন, গত কয়েক মাস আগে যেভাবে সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে চিরনী অভিযান পরিচালনা করেছিলো তার জন্য সরকারের প্রতি ধন্যবাদ জানানোর পাশাপাশি সেই অভিযান চালু করে দেশ থেকে দুর্নীতিবাজদের কে চিহ্নিত করে কঠিন শাস্তির আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।
Leave a Reply