বৃটিশ বিরোধী আন্দোলনের নায়ক বীরকন্যা প্রীতিলতা ওয়েদ্দাদারের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান – মেজর জেনারেল (অব.) আলাউদ্দিন এম এ ওয়াদুদ – বীর প্রতীক
বৃটিশ বিরোধী আন্দোলনের নায়ক বীর প্রীতি লতার ওয়েদ্দাদারের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান অধ্যাপক, সামরিক বিশেষজ্ঞ এবং চেয়ারম্যান- রাওয়া (RAOWA) মেজর জেনারেল অবঃ এম এ ওয়াদুদ বীর প্রতীক।
এই সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও তরুণ আওয়ামী লীগ নেতা মেম্বার জুয়েল নাথ,মাইনুল হক লিটন, রফিকুল আমিন রিজভী রুবেল, ইমতিয়াজ উদ্দিন চৌধুরী ইমন, সাজ্জাদ, জইনাল, আজিজুল আজিজ, আব্দুল হাই, রাশেদুল আমিন রিজভী বাবু, মনিরুল হক রাসেল, মনির বাবুল, ফারহাদ টিপু, জিয়া, ফাহিম, মাসুদ, সাহেদ, রহিম, কায়েস প্রমুখ।
Leave a Reply