1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি ইপিজেড থানা শাখার বাৎষরিক অভিষেক অনুষ্ঠান সম্পন্ন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’র প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ কর্মশালা চট্টগ্রাম থেকে পালিয়ে গাজীপুরে আজাদ, পাহাড় ঘেঁষে লুকিয়ে রুবেল—র‌্যাবের হাতে দুই পলাতক ডাকাত গ্রেফতার স্বৈরাচারী প্রশংসকরা এখন বেহেশতের টিকিট দিচ্ছে: মোস্তাক আহমেদ খাঁন বাবার মৃত্যু রহস্য! -লায়ন মোঃ আবু ছালেহ্ নাট্যকর্মীদের নাট্যচর্চার মধ্যে দিয়ে মানবিক সমাজ গড়ে তুলতে হবে- নাট্যজন শেখ শওকত ইকবাল সীতাকুণ্ডে কৃষক দলের বর্ধিত সভা অনুষ্ঠিত চট্টগ্রাম-১১ আসনে জামায়াত প্রার্থী শফিউল আলমের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাণীগ্রাম ৯ নং ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯টি পরিবার পাশে বিএনপি নেতা হাজী মোঃ কাউছার হোসেন। সীতাকুন্ডে ইত্তিহাদ ফাউন্ডেশনের মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন

ভেঙ্গে ফেলা ইট ভাটা পুনরায় চালু, সাধারণ মানুষের প্রশ্ন প্রশাসন নিরব কেন?

  • সময় সোমবার, ২৯ মার্চ, ২০২১
  • ৬৯৬ পঠিত

লোহাগাড়া প্রতিনিধিঃ চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার পদুয়া, চরম্বা, আমিরাবাদ, লোহাগাড়া সদর, বডহাতিয়া, চুনতি, আধুনগর,কলা উজান, পুটিবিলা ইউনিয়ণে অবৈধভাবে গড়ে উঠা ইট ভাটা গুলো বিভিন্ন দাপে কয়েকটি উচ্ছেদ, কয়েকটি কে জরিমানা করে বসে নেই অভিযান পরিচালনা কারী জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম।
কিন্তু্ু কি ভাবে সম্ভব ভেঙে পেলা ইট ভাটা ১/২ দিনের মধ্যে পুর্নরাই চালু করে, সাধারণ মানুষের মনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি জন্মেছে। তৎ মধ্যে (১)শাহ জব্বারিয় ব্রিকস জে বি এম, নাওঘাটা সড়ক পদুয়া লোহাগাড়া চট্টগ্রাম প্রোঃ- সাহাব উদ্দীন চৌধুরী পিতাঃ- আবদুর রাজ্জাক চৌধুরী।(২) মেসার্স পদুয়া ব্রিকস পি বি এম নাওঘাটা সড়ক পদুয়া লোহাগাড়া চট্টগ্রাম প্রোঃ- লিয়াকত আলী মেম্বার পিতা মৃত আবদুল মাবুদ। (৩) শাহ মজিদিয়া রশিদিয়া ব্রিকস এম আর বি প্রোঃ- জামাল হোসেন পিতাঃ- মৃত আবদুল মজিদ আলি সিকদার পাড়া পদুয়া লোহাগাড়া চট্টগ্রাম।( ৪) সি বি এম ( c b m.1) প্রোঃ- আবিদ হোসেন মানু তেওয়ারিখীল, পদুয়া লোহাগাড়া চট্টগ্রাম। এস এম বি প্রোঃ- জামাল কোম্পানি চরম্বা নতুন চৌধুরী হাট, লোহাগাড়া চট্টগ্রাম। এম এম বি প্রোঃ- জসিমউদদীন পিতা ঃ-গুরামিয়া কালুয়ার পাড়া, চরম্বা লোহাগাড়া চট্টগ্রাম. উক্ত ইট ভাটা গুলো টিনের চিমনি দিয়ে ইট ভাটার কার্যক্রম চালাচ্ছে এবং সাথে সাথে বয়লার বা ঝিকঝাক চিমনি তৈরি করে যাচ্ছে। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এবং উপজেলা প্রশাসন অবগত থাকা সত্ত্বেও পুর্নরাই পরিবেশ দুষুন কারী মালিকগন কিসের ক্ষমতার দাপটে কাজ চালিয়ে যাচ্ছে ? সাধারণ মানুষের বোধগাম্য নহে। এইভাবে টিনের চিমনি দিয়ে পুর্নরাই পরিবেশ দুষুন করতে দিলে? কি দরকার ছিল সরকারের লক্ষ লক্ষ টাকা খরচ করে অবৈধ ইট ভাটা বন্ধ করা? পরিদর্শন করতে গিয়ে দেখতে পাচ্ছি বীরদর্পে আগের চেয়ে অনেক শক্তি দিয়ে কাজ করে যাচ্ছে , এই অবৈধ ইট ভাটার মালিক ও ভুমিদূর্শ্য গন। দ্রুত সময়ে ব্যবস্হা না নিলে ? করোনার চেয়ে ভয়াবহতা রূপ নিবে লোহাগাড়া পরিবেশ। এখনো পর্যন্ত কোনো লাইসেন্স বা ছাড়পত্র পেয়েছে, এইরকম কোনো তথ্য নেই। কিন্তু্ু উচ্ছেদ অভিযান কচ্ছপ গতিতে এবং অবৈধভাবে গড়ে উঠা ইট ভাটার কার্যক্রম পুরোদমে এগিয়ে যাচ্ছে, মনেহয় দেখার কেউ নেই।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট