আফনান চৌধুরী,কক্সবাজার :
গত সোমবার(৫ এপ্রিল -২০২১)রাতে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে কক্সবাজারের বাসিন্দা নুরুল আমিন কোম্পানির মালিকানাধীন কক্সবাজারের পাটায়োর টেক পয়েন্টে হারিয়ে ফেলে।রাতের আঁধারে বোটে থাকা ৪জন মাঝিমাল্লাকে জীবিত উদ্ধার হলেও তীব্র ঝড়ো হাওয়ায় বোট’টি হারিয়ে যায়।সকালে অনেক খুঁজাখুঁজির পরেও বোটের কোনো সন্ধান পাওয়া যায়নি।
বোটের কোম্পানি নুরুল আমিন সহ এলাকার অনেক মাঝিমাল্লারা ধারণা করেন তীব্র বাতাসে সাগরের পানির ঢেউয়ে বোট টি ভাসতে ভাসতে মহেশখালীর সোনাদিয়া, কুতুবদিয়া চ্যানেলে বা বাঁশখালীর ছনুয়া – পেকুয়ার উজানটিয়া খাড়ীরমুখ – মগনানা এলাকায় আসতে পারে মনে করেন।
উক্ত বোটের কোম্পানী নুরুল আমিন বলেন,বোটে টি আমার শখের বশে কিনা। কোন ব্যক্তি বোটটির সন্ধান দিতে পারলে তার জন্য উপযুক্ত পুরষ্কারে ভূষিত করবেন বলে জানান।
যোগাযোগ :০১৮২৪-৪৬৬৭০২(কোম্পানি)
Leave a Reply