মোজাদ্দেদীয়া দরবার শরীফের সকল আশেকান,জাকেরান, মুরিদান,হক্ব তালাশী ও গুনগ্রাহীগণের প্রতি অশেষ দোয়া ও মুহব্বত অন্তে সমাচার এই যে, আগামী ১৯ শে জানুয়ারি ২০২৪ ইং রোজ শুক্রবার দিবাগত সারারাতব্যাপী আমাদের মহান দরদী রূহানী ওয়ালেদ মাজেদ,আউলিয়াকুল শিরোমণি কুতুবুল এরশাদ শাহান শাহে তরীক্বত ইমামুল হাদী আরেফে কামেল মুর্শীদে মোকাম্মেল মোজাদ্দেদে যামান জিন্দাপীর দস্তগীর একাধিক গ্রন্থে স্বর্ণপদক প্রাপ্ত লেখক মরহুম মাগফুর মহাত্মা গাউস-উল-আযম হয়রতুল আল্লামা শাহ্ সূফী খাজা মুহাম্মদ ছাইফুদ্দীন নকশেবন্দী মোজাদ্দেদী চিশতী আল- কাদরী এনায়েতপুরী শম্ভুগঞ্জী (রহঃ) এবং খাজা মুহাম্মদ অহেজউদ্দিন ফকির আল মোজাদ্দেদী(রহঃ)- দ্বয়ের “পবিত্র বার্ষিক ওরছ মুবারক” মোজাদ্দেদীয়া দরবার শরীফের উদযাপন করা হইবে।
পরিচালনা করবেনঃ
আলহাজ্ব হযরত শাহ্ সূফী মুহাম্মদ আব্দুল হাকীম (খাজা হাবীব) মাঃজিঃআঃ
প্রতিষ্ঠাতা ও পরিচালক, মোজাদ্দেদীয়া দরবার শরীফ
মোজাদ্দেদপুর, জালালাবাদ, আরেফিন নগর,বায়েজিদ বোস্তমী, চট্টগ্রাম।
আপনি / আপনারা সবান্ধবে আমন্ত্রিত।
Leave a Reply