পটিয়া প্রতিনিধিঃ
জাতীয় সংসদের হুইপ পটিয়া থেকে তিনবার নির্বাচিত এমপি আলহাজ্ব শামসুল হক চৌধুরী পক্ষে পটিয়া উপজেলা যুবলীগ এর সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক ও উপজেলা যুবলীগ ষ্টেয়ারিং কমিটির সদস্য এনাম মজুমদার ১৪ এপ্রিল বুধবার বিকেলে কচুয়াই ইউনিয়নে পাঁচ শতাধিক গরীব অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন কচুয়াই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মুসা খান, আওয়ামী লীগ নেতা সাহেদ ফারুকী, বেলাল মজুমদার, সেলু ফারুকী, হারুন মজুমদার, শাকিল ফারুকী, সমাজ সেবক নাজিম উদ্দীন মজুমদার, মুছা খান, ফেরদৌস খান, রবিউল চৌধুরী,
সাইফুল্লাহ মজুমদার, ছাএনেতা এমরামুল হক রবিন মজুমদার, রিপন চৌধুরী। পটিয়া উপজেলা যুবলীগ নেতা এনাম মজুমদার বলেন,বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ তায়ালা দয়া ও করুণার আধার। তিনি কখনই চান না তাঁর কোনো বান্দাকে শাস্তি দিতে। বরং তিনি সবসময় চান স্বীয় বান্দাদের পাপমুক্ত করে জান্নাতলাভের উপযুক্ত করে গড়ে তুলতে। সেজন্যে তিনি ক্ষমালাভের অবারিত সুযোগ করে দিয়েছেন। বিশেষত প্রতিবছর রমজানুল মোবারকের মাধ্যমে বান্দা ক্ষমালাভের সীমাহীন সুযোগ লাভ করে থাকে। রোজাদারের সকল দোয়া কবুল হয় বলে হাদিস শরীফে ইরশাদ এসেছে। রোজাদারের দোয়া কবুলের সর্বোত্তম সময় হলো ইফতারপর্ব। তাই ইফতার গ্রহণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি সকল বিত্তশালী সমাজের গরীব অসহায় মানুষের পাশে দাড়োনার আহবান জানান পাশাপাশি জাতীয় সংসদে হুইপ আলহাজ্ব শামসুল হক চৌধুরী’র জন্য দোয়া প্রার্থনা করেন।
Leave a Reply