1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিয়ম বহির্ভূতভাবে শিক্ষার্থীদের বিজ্ঞানবিভাগ না দেওয়ায় রাজউক উত্তরা মডেল কলেজ এর শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে যুক্ত হলো নতুন দুটি ট্রেন। সউফো স্টার অ্যাওয়ার্ড ২০২৫ সম্মাননা পাচ্ছেন যাঁরা চট্টগ্রামে অসহায়দের মাঝে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর শীতবস্ত্র বিতরণ নিত্যপণ্যের উপর নতুন অতিরিক্ত ভ্যাট ট্যাক্সের প্রতিবাদে ইনসানিয়াত বিপ্লবের সংবাদ সম্মেলন ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে আহত দুইজন স্ত্রী হত্যাকারী মেহেদী হাসান লামা থেকে গ্রেফতার এপেক্স ক্লাব অব পটিয়ার উদ্যোগে শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ। দুই টাকায় স্কুলে শিশু শিক্ষার্থীদের মাঝে বই উৎসব অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব বান্দরবানের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ।

যে ২৮ হোটেলে বিদেশ ফেরতদের কোয়ারান্টাইন বাধ্যতামূলক

  • সময় সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ৫২৪ পঠিত

বাধ্যতামূলক কোয়ারান্টাইনের সময় ১৪ দিন থেকে কমিয়ে ৩ দিনে নামিয়ে এনেছে সরকার। বিদেশ ফেরত কোন যাত্রী হলেই তাদের অনুমোদন প্রাপ্ত হোটেলে ৩ দিন বাধ্যতামূলক কোয়ারাইন্টানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

বাধ্যতামূলক কোয়ারান্টাইনের হোটেল সমূহের তালিকা 

এজন্য মোট ২৮টি হোটেল অনুমোদন পেয়েছে। সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিশিয়াল ওয়েবসাইটে এই ব্যাপারে একটি প্রজ্ঞাপন প্রকাশিত হয়েছে যা নিম্নরুপ-

বিদেশ ফেরত যাত্রীদের ৩ বেলা মান সম্মত খাবারসহ আবাসন সুবিধা প্রদানের শর্তে নিমােক্ত ২৮ (আটাশ) টি হােটেলকে নির্দেশক্রমে অনুমোদন প্রদান করা হলােঃ

১। হােটেল ইন্টারকন্টিনেন্টাল, ঢাকা।

২। বেঙ্গল ক্যানারি পার্ক লিমিটেড, প্লট-৮, রােড-১৬/এ, গুলশান-১, ঢাকা।

৩। সিক্স সিয়েন্স হােটেল, হাউজ-১৯, রোড-৯৬, গুলশান-২, ঢাকা-১২১২।

৪। ঢাকা রিজেন্সি হােটেল এন্ড রিসাের্ট, এয়ারপোর্ট রোড, নিকুঞ্জ-২, ঢাকা-১২২৯।

৫। রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন, এয়ারপাের্ট রােড, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা।

৬। হােটেল প্লাটিনাম, ২৪, গারীব-ই-নেও জি, এভেনিউ, সেক্টর-১১, উত্তরা, ঢাকা-১২৩০।

৭। হােটেল গার্ডেন রেসিডেন্স, হাউজ-৩০, রােড-২০, সেক্টর-৩, উত্তরা, ঢাকা-১২৩০।

৮ হােটেল বেঙ্গল ইন, হাউজ-৭, রােড-১, গুলশান-১, ঢাকা-১২১২।

৯। স্কাইলিংক লিমিটেড, হাউজ-৭, রােড-১৪, সেক্টর-১৩, উত্তরা মডেল টাউন, ঢাকা।

১০। হােটেল স্ট্রিং হিল এ্যাপার্টমেন্ট, রােড-২৪, হাউজ-৩১, গুলশান-১, ঢাকা-১২১২।

১১। রয়্যাল পার্ক রেসিডেন্স হােটেল, হাউজ-৮৫, ব্রেড-২৫/এ ব্লক-এ, বনানী, ঢাকা।

১২। প্লাটিনাম রেসিডেন্স, নাসা-৪২, রােড-২০/সি, সেক্টর-৪, শাহজালাল এভিনিউ, উত্তরা, ঢাকা-১২৩০।

১৩। হােটেল দি রহমানিয়া ইন্টারন্যাশনাল, ২৮/১/সি, টয়ােনিবি সাকুলার রোড, মতিঝিল, ঢাকা।

১৪।গ্যালেসিয়া হােটেল এন্ড রিসাের্ট লিমিটেড, হাউজ-৩৯, রােড-১১, ব্লক-বি, বনানী-ঢাকা।

১৫। ওয়েস্ট পার্ক ইন রেসিডেন্স, হাউজ-৯০, রােড-৩১/এ, ব্লক-সি, বনানী, ঢাকা-১২১৩।

১৬। নাসেন্ট গার্ডেনিয়া, রােড-৮৩, প্লট-২৮, গুলশান-২, ঢাকা-১২১২।

১৭।এনকোরেজ দি রেসিডেন্স, হাউজ-১৪, রোড-১৮, সেক্টর-৪, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০।

১৮। রুকাস্টেল হােটেল, হাউজ-৯, রােড-১১, সেক্টর-১, উত্তরা, ঢাকা-১২৩০।

১৯। রাকেসি সার্ভিসড় এপার্টমেন্ট, হাউজ-২, রােড-২২/২৩, গুলশান আরএ, ঢাকা-১২১২।

২০। লেকশাের হােটেল, গুলশান, রােড-৪১, হাউজ-৪৬, গুলশান-২, ঢাকা-১২১২।

২১। দি ওয়ে ঢাকা, ১০/বি/২, রােড-৫৪/বি, গুলশান-২, ঢাকা-১২১২।

২২। ডরিন হােটেল এন্ড রিসাের্ট’ সাবেক ফোর পয়েন্ট ৰাই শেরাটন, ৬/এ, গুলশান নর্থ এভিনিউ, গুলশান-২, ঢাকা-১২১২। ২৩। ন্যাসেন্ট গার্ডেনিয়া রেসিডেন্স, রােড-১, বাড়ি-১৭, ব্লক-বি, নিকেতন, গুলশান, ঢাকা।

২৪। হলিড্রে এক্সপ্রেস, হাজীক্যাম্প এর বিপরীতে, ঢাকা-১২৩০।

২৫। রেনেসা ঢাকা গুলশান হোটেল, সিইএস (এফ) ৩, ৭৮ বীর উত্তম মিনা শওকত রােড, গুলশান-১, ঢাকা।

২৬। গ্রীন হাউজ, হাউজ-১০, রােড-৩, সেক্টর-১, উত্তরা, ঢাকা।

২৭। প্রিয় নিবাস স্টাইলিস রেসিডেন্টাইল হােটেল, ১৫২/২}’কে, পান্থপথ, কলাবাগান, ঢাকা-১২০৫।

২৮। হােটেল এরিস্টোক্রেট ইন লি: হাউজ-১২, রােড-৬৮/এ, গুলশান-২, ঢাকা-১২১২।

হােটেলে অবস্থানকালীন বিদেশ ফেরত যাত্রীদের অবশ্যই কোডিড-১৯ সম্পর্কিত সকল স্বাস্থ্যবিধি এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের সকল বিধি-বিধান কঠোরভাবে মেনে চলার বিষয়টি হোটেল কর্তৃপক্ষ নিশ্চিত করবেন।

প্রাতিষ্ঠানিক কোরেটাইনের কোন বিধি নিষেধ লংঘন করা হলে মেনে না চললে সংশ্লিষ্ট হোটেলের বিরুদ্ধে বিধি মােতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, অত্র শাখা থেকে গত ৩১/১২/২০২০ তারিখে ১০২১ সারকে ৭টি, ১২/০১/২০২১ তারিখে ২৭ স্মারকে ১৭টি এবং ১০/০৩/২০২১ তারিখে ২০৫ নং স্মারকে ০১টিসহ মোট ২৫ (পঁচিশ) টি হােটেলকে বিদেশ ফেরত যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের।

<span;>জন্য অনুমােদন দেয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট