নিজস্ব প্রতিবেদকঃ
রাউজান উপজেলার ঐতিহ্যবাহী বৌদ্ধ গ্রাম ১২নং উরকিরচর ইউনিয়নের আবুরখীল নন্দনকাননে ডাক্তার সূর্যধন বড়ুয়া(সূর্য্য বৈদ্য) প্রতিষ্ঠিত সূর্য্যবৈদ্য মন্দিরে মাঘী পূর্নীমা উপলক্ষে সংঘদান, অষ্টপরিস্কার দান ও ধর্মসভা অনুষ্ঠিত হয় ।
বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার অর্থসম্পাদক নন্দন কানন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সোবিতা নন্দ মহাথেরর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ধর্মীয় সম্পাদক ভদন্ত অরুনা নন্দ মহাথের । প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন আবুরখীল বুদ্ধ ধাতু জাদীর প্রতিষ্ঠাতা ভদন্ত উকট্টা পাঞা থের ।
উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক ভদন্ত পরমানন্দ মহাথের , প্রচার ও প্রকাশনা সম্পাদক ভদন্ত ধর্মপ্রিয় থের , ভদন্ত বুদ্ধানন্দ ভিক্ষু , ডাক্তার সূর্যধন বড়ুয়া(সূর্য্য বৈদ্য এর বংশধর তরুন ভিক্ষু ব্যাক্তিত্ব ভদন্ত মুদিতা নন্দ ভিক্ষু ।
এই ধর্ম অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য অমিত বিজয় বড়ুয়া(জুনু), বিনাজুরি গ্রামের বিশিষ্ঠ দানশীল ব্যাক্তত্ব অশোক চৌধুরী , বিশ্বজিত বড়ুয়া, ডাক্তার প্রবেশ বড়ুয়া, কমল বড়ুয়া ,মিটু বড়ুয়া, হিমেল বড়ুয়া হিমু ।
Leave a Reply