ইসমাইল ইমন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ
দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী উপজেলা চন্দনাইশের বরকল ইউনিয়নের, উত্তর বরকল সর্দারপাড়া জামে মসজিদ সড়কটি সংস্কারের অভাবে বিলীন হওয়ার পথে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও পরবর্তী বিভিন্ন সরকারের আমলে চন্দনাইশ উপজেলার বরকল, বরমা ইউনিয়নের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে অমর হয়ে আছেন।
প্রথিতযশা মহা মনীষীদের জন্মভূমি এই ইউনিয়ন হলেও।
একাধিক সরকার পরিবর্তন হলেও উক্ত এলাকার এই জামে মসজিদ সড়কটির ব্যাপারে কোন উদ্যোগ নেওয়া হয়নি।
স্হানীয় এলাকাবাসী জানান এই ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান সাংসদ সহ যথাযথ কর্তৃপক্ষকে জানানো হলেও কোন সুফল পাওয়া যায়নি।
বর্তমানে স্থানীয় এলাকাবাসীর একটাই দাবী, দ্রুত উক্ত মসজিদ সড়কের সংস্কারের ব্যাপারে উদ্যোগ না নেয়া হলে ওচিরেই বাকি সড়কটি বিলীন হয়ে যাবে।
স্থানীয় এলাকাবাসী এই ব্যাপারে সরকারের যথাযথ কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন।
Leave a Reply