মোঃ আলাউদ্দীন, সীতাকুণ্ড চট্টগ্রাম:
সীতাকুণ্ড (চট্টগ্রাম -৪ )আসনের এমপি দিদারুল আলম করোনা আক্রান্ত হয়েছেন। শুক্রবার (২০ আগস্ট) তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ।
তিনি বলেন, ‘কয়েকদিন ধরে এমপি শরীর খারাপ ছিল। গায়ে হালকা জ্বর-মাথা ব্যথা ছিল। এতে সন্দেহ হওয়ায় তিনি বৃহস্পতিবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। আজ সকালে প্রকাশিত রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। তার স্ত্রী-সন্তানরাও নমুনা দেন। তবে তারা নেগেটিভ হন।উল্লেখ্য গত গত কানাডা ও আমেরিকা সফর এর উদ্দেশ্য চট্টগ্রাম থেকে ঢাকা অবস্থান করছিলেন করোনা রিপোর্ট পজেটিভ হওয়ায় সফর স্থগিত করেন।
Leave a Reply