অদ্য ২৪/০৯/২০২২ খ্রীঃ শনিবার রাত ৮.৩০ঘটিকায় মাইজভাণ্ডারী ত্বরিকার বেলায়তের মহান সূর্য বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ( কঃ) র ৩৪ তম বার্ষিক উরস শরীফ ও অগনিত আশেক ভক্তের মহিয়সী আম্মাজান উম্মুল আশেকিন হযরত মনোয়ারা বেগম ( রহঃ) র ১ম ওফাত বার্ষিকী উপলক্ষে গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ শরীফ মিলনায়তনে আগামী ০১ অক্টোবর ২০২২ খ্রীঃ শনিবার উত্তর চট্টলার ফটিকছড়ি থানার দাঁতমারা গ্রামের বিশিষ্ঠ জমিদার ও দানবীর আলহাজ্ব বদরুজ্জামান শিকদার সাহেবের বাড়ী সংলগ্ন ময়দানে ( দাঁতমারা,ফটিকছড়ি) বিনামুল্যে চিকিৎসা, ঔষধ বিতরণ,চক্ষু শিবির কার্যক্রম,ডায়বেটিস পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয় আয়োজনের প্রস্তুতি সভা সংগঠনের সভাপতি জনাব মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।উক্ত কর্মসুচীকে সার্বিকভাবে সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেন,অনুষ্ঠানকে সুন্দর সু- শৃঙ্খলভাবে আয়োজনের ব্যাপারে মতবিনিময় করা হয়।সভায় উপস্থিত ছিলেন সৈয়দ মোঃ হাবীব বাবু,এস এম শাহাবুদ্দিন,ফজলুল হক ফজু,মোঃ ওমর ফারুখ,মামুনুর রশিদ মামুন,ইউছুপ আলী,ক্যাপ্টেন আহমদর রহমান,শফিকুর রহমান, সাংবাদিক ডাঃবরুন কুমার আচার্য( বলাই)এম ইউ সরোয়ার জাহান চৌধুরী।
Leave a Reply