প্রেস বিজ্ঞপ্তিঃ
পেকুয়া শিলখালী মরহুম হাজ্বী আলী আহমদ স্মৃতি সংঘ কর্তৃক আয়োজিত মেধা যাচাই কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও এইচএসসি এবং আলিম পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সাজ্জাদ ও আরমান এর সঞ্চালনায় শিলখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৯নং ওয়ার্ডের মেম্বার আব্দুস সামাদ এর সভাপতিত্বে শিলখালী পেঠান মাতবর পাড়া সরকারি প্রাঃ বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাগুরু শিলখালী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব আলহাজ্ব জসিম উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা পরিষদের সাবেক সফল ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু, এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান লায়ন এইচ এম ওসমান সরওয়ার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলোর পত্রিকার চকরিয়া-পেকুয়া প্রতিনিধি এস এম হানিফ, সিপ্লাস টিভির প্রতিনিধি এফ এম সুমন, মোহাম্মদ ইলিয়াছ ও ব্যাংকার শাহাদাত কবির প্রমূখ।অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার ও এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা উপকরণ বিতরণ করা হয়। বক্তারা বলেন; শিক্ষার্থীদের সফল হতে হলে বেশি বেশি পড়তে ও নিজ নিজ লক্ষ্য নির্ধারণ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহবান জানান।
Leave a Reply